দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের সময়সূচি পরিবর্তিত হয়েছে। পূর্ব সূচি অনুযায়ী গত ৬ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল দলটির। তবে এবার পরিবর্তিত নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নতুন সূচি অনুযায়ী, আগামী ১০ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ ‘এ’ দল। ১০ আগস্ট প্রথম চারদিনের ম্যাচ খেলার কথা থাকলেও তা পিছিয়ে ১৩ আগস্ট শুরু হবে। এরপর দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্ট শুরু হবে ২০ আগস্ট, যা ১৭ আগস্ট শুরু হওয়ার কথা ছিল।
এছাড়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। পূর্বের সূচি অনুযায়ী তিনটি ওয়ানডে যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ আগস্ট মাঠে গড়ানোর কথা ছিল। তবে তা পরিবর্তিত হয়ে ২৬, ২৮ ও ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
» শহীদদের স্মরণের মধ্য দিয়ে শুরু হলো ক্রিকেটারদের অনুশীলন
» শেখ হাসিনার বিদায়, নিজ এলাকায় বিপাকে সাকিব-মাশরাফি
এর আগে গত ৩০ জুলাই ‘এ’ দলের পাকিস্তান সফরের দল ঘোষণা করেছে বিসিবি। এই সফরে থাকছেন জাতীয় দলের দুই সিনিয়র ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক। প্রথম আনঅফিশিয়াল টেস্টে তারা খেলবেন। এছাড়া জাতীয় দলের আরো বেশ কয়েকজন পরিচিত মুখ রয়েছেন এই সফরে।
প্রায় একমাসব্যাপী আন্দোলনের পর গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শেখ হাসিনা। সবমিলিয়ে এখনো দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় এর আগে অনুশীলনেরও সুযোগ পাননি ক্রিকেটাররা। তবে আজ (বুধবার) মিরপুরে অনুশীলন করেছেন মুশফিক-মিরাজরা।
ক্রিফোস্পোর্টস/৭আগস্ট২৪/বিটি