Connect with us
ফুটবল

জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে হামজার সাথে নতুন চমক

Hamza chowdhury and unknown player shadow
হামজা চৌধুরি। ছবি- সংগৃহীত

এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে হামজা দেওয়ান চৌধুরীর। খবরটি বেশ পুরনো, তবে এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেলেন এই তারকা ফুটবলার। তবে ৩৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডে হামজা ছাড়াও রয়েছে নতুন চমক।

এশিয়া কাপ বাছাইয়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা প্রস্তুত করেছেন এই প্রাথমিক ফুটবলার তালিকা। যেখানে তালিকার শেষ নামটা চমক জাগাবে যে কারো মনে। কেননা হামজার পর এবার আরেক নতুন প্রবাসী ফুটবলার ডাক পেয়েছে প্রাথমিক দলে। অবশ্য তার ক্ষেত্রে জাতীয়তা নিয়ে হামজার মত কোন জটিলতা নেই।

Bangladeshi blood Italian immigrant footballer Fahmedul Islam

ফাহামেদুল ইসলাম।

তালিকার সেই শেষ নামটি হচ্ছেন ইতালি প্রবাসী ১৮ বছরের তরুণ ফাহামেদুল ইসলাম। ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া সেলসিওর হয়ে খেলেন তিনি। তার জন্ম বাংলাদেশের ফেনীতে। বাবা-মায়ের সঙ্গে ইতালিতে পাড়ি জমান খুব কম বয়সে।  সেখানে গিয়েই প্রাতিষ্ঠানিকভাবে ফুটবল খেলা শুরু করেন ফাহামেদুল।

আরও পড়ুন:

» বিপিএলের পর গ্লোবাল লিগে ফরচুন বরিশালের চোখ

» বরিশালে মুশফিক-রিয়াদদের সংবর্ধনায় জনতার ঢল

আপাতত তাকে প্রাথমিক স্কোয়াডে রাখা হচ্ছে। এই ফুটবলারকে আগে খতিয়ে দেখতে চান কাবরেরা। তিনি যদি প্রধান কোচের মনের মত হন, তবে মিডফিল্ডে হামজা পেয়ে যাবেন তার জন্য আরও একজন সতীর্থ। প্রাথমিক দলে থাকা ফুটবলারদের নিয়ে কিছু কাজ করে দেখবেন কোচ। ফাহামেদুলের ট্রায়াল শেষে বোঝা যাবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবেন কিনা।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান।

ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহামেদুল ইসলাম(ইতালি প্রবাসী)।

ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল