টম ল্যাথামকে অধিনায়ক করে টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে কিউইরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়াও ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সাউদি, মিচেল স্যান্টনার ও ডেভন কনওয়ের ১৩ সদস্যের দলে নেই।
সদ্য সমাপ্ত বিশ্বকাপ থেকে টানা ম্যাচ খেলতে থাকায় সবাইকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিয়মিত প্রেয়াররা বিশ্রামে থাকায় পেসার উইল ও’রুর্কে, অলরাউন্ডার জশ ক্লার্কসন ও লেগ স্পিনার আদি অশোক দলে ডাক পেয়েছেন।
টাইগারদের সাথে দুই টেস্ট খেলতে নিউজিল্যান্ড দল বর্তমানে বাংলাদেশের অবস্থান করছে। ইতোমধ্যে একটি টেস্ট সম্পন্ন হয়েছে। যেটি জিতে নিয়েছে টাইগাররা।
চলমান টেস্ট সিরিজ শেষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। চলতি মাসের ১৭, ২০ ও ২৩ ডিসেম্বর ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। একই মাসের ২৭, ২৯ ও ৩১ তারিখ তিনটি টি-টোয়েন্টি ম্যাচে একে অপরের মোকাবিলা করবে।
নিউজিল্যান্ড দল:
আদি অশোক, কাইল জেমিসন, টম ল্যাথাম (অধিনায়ক), জশ ক্লার্কসন, অ্যাডাম মিলনে, উইল ও’রুর্কে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি,
ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, উইল ইয়াং।
উল্লেখ্য, দল ঘোষণাকালে কিউইদের নির্বাচক স্যাম ওয়েলস বলেছেন, ‘চলমান টেস্ট সিরিজ এবং এর আগে সেপ্টেম্বরে ওয়ানডে সিরিজেই আমরা দেখেছি, বাংলাদেশ মানসম্পন্ন আন্তর্জাতিক দল। ফিরতি সফরে তারা কঠিন চ্যালেঞ্জ জানাবে, তা আমরা জানি।’
আরও পড়ুন: হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করলো বাফুফে
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৩/এমএ