Connect with us
ক্রিকেট

চমক রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল নিউজিল্যান্ড

New Zealand team for Champions trophy
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিউজিল্যান্ড দল। ছবি- ব্ল্যাক ক্যাপস

প্রতিবাদের মতোই বৈশ্বিক কোন টুর্নামেন্টে নতুনত্ব রেখে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত ১৫ সদস্যের যেই প্রাথমিক স্কোয়াডে রয়েছে একাধিক চমক। প্রথমবারের মতো আইসিসির কোন ইভেন্টে কিউইদের নেতৃত্ব দেবেন স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। এছাড়া ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত অভিষেক না হওয়া তরুণ পেসার বেন সিয়ার্স।

এবারের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে হাইব্রিড মডেলে। যে টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তান। তবে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই বৈশ্বিক টুর্নামেন্ট। যার জন্য আজ ১২ জানুয়ারির মধ্যে সকল দলকে ঘোষণা করতে হবে টুর্নামেন্টের জন্য তাদের প্রাথমিক স্কোয়াড।

আজ ভোর রাতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত এক ভিডিওর মাধ্যমে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যেখানে অধিনায়ক স্যান্টনার স্কোয়াডে থাকা সকল সদস্যের নাম জানিয়েছেন এবং সকলকে তাদের গুণ অনুযায়ী বিশেষায়ন করেছেন।

ওয়ানডে ক্রিকেটে স্বল্প সময়ের অভিজ্ঞতায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়েছেন পেসার উইলিয়াম ও’রুর্ক এবং অলরাউন্ডার নাথান স্মিথ। কিউইদের দলে আছেন ছন্দে থাকা অভিজ্ঞ তারকা ও সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসন, টম ল্যাথামের মতো ক্রিকেটাররা। আরও আছেন স্পিন বোলিং অলরাউন্ডার মার্ক চাপম্যান, উইল ইয়াং ও মাইকেল ব্রেসওয়েলরা।

আরও পড়ুন:

» বিশ্বকাপের টিকিট কাটার লক্ষ্যে আজ দেশ ছাড়বে জ্যোতিরা

» বিপিএলের ম্যাচসহ আজকের খেলা (১২ জানুয়ারি ২৫)

চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে আত্মবিশ্বাসী কিউই কোচ গ্যারি স্টেড, ‘বর্তমানে আমাদের দল তরুণ প্রতিভাবান ক্রিকেটারে ভরপুর। তাই দল বাছাইয়ে মধুর চ্যালেঞ্জে পড়তে হয়েছে আমাদের। পাকিস্তান ও দুবাইয়ের কন্ডিশনে কাঙ্ক্ষিত ফল পাওয়ার মতো সম্ভাব্য সেরা বিকল্প আছে দলে। দলে আন্তর্জাতিক ম্যাচ এবং টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন তারকাও আছে।’

আসন্ন এই বৈশ্বিক টুর্নামেন্টে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে চারটি করে দল। যেখানে নিউজিল্যান্ডের গ্রুপে আছে বাংলাদেশ, ভারত ও স্বাগতিক পাকিস্তান। প্রথমবারের মতো এই বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের জন্য লড়বে কিউইরা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, কেইন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ ও উইল ইয়াং।

ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট