Connect with us
ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

New Zealand beat Pakistan to win tri-series
ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতিটা দারুণভাবে সারলো নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজের তিনটি ম্যাচেই জয় পেয়েছে কিউইরা। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সিরিজের ফাইনালে স্বাগতিক পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে মিচেল স্যান্টনারের দল।

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের আয়োজন করেছিল পাকিস্তান। স্বাগতিকদের পর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আগেই ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। এরপর পাকিস্তান নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে উঠেছিল। তবে কিউইদের সঙ্গে দ্বিতীয়বারের দেখায়ও হারই সঙ্গী হলো স্বাগতিকদের।

এদিন করাচিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে আড়াইশ ছুতে পারেনি পাকিস্তান। কিউইদের দাপুটে বোলিংয়ে ৪৯.৩ ওভারে ২৪২ রান করে গুটিয়ে যায় স্বাগতিকরা। দলের হয়ে অর্ধশতকের দেখা পাননি কেউ। চল্লিশের ঘরে আউট হয়েছেন আগের ম্যাচের দুই সেঞ্চুরিয়ান মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান। রিজওয়ান ৭৬ বলে ৪৬ এবং সালমান ৬৫ বলে ৪৫ রান করেন।


আরও পড়ুন:

» বার্সেলোনার হয়ে ইউরোপে ফিরতে চান নেইমার!

» রেকর্ড গড়ে আমলার পাশে বাবর, পেছনে ফেললেন কোহলিকে


এছাড়া তায়েব তাহির ৩৮, বাবর আজম ২৯, ফাহিম আশরাফ ২২ এবং নাসিম শাহর ব্যাট থেকে এসেছে ১৯ রান।
নিউজিল্যান্ডের হয়ে ৪ টি উইকেট শিকার করেন উইলিয়াম ওরোর্ক। এছাড়া স্যান্টনার ২টি এবং জ্যাকব ডাফি ও নাথান স্মিথ ১টি করে উইকেটের দেখা পেয়েছেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ডেভন কনওয়ের ৪৮, টম লাথামের ৫৭ ও ড্যারিল মিচেলের ৫৬ রানে ভর করে ৪৫.২ ওভারেই জয় নিশ্চিত করে কিউইরা। এছাড়া কেন উইলিয়ামসন ৩৪ এবং গ্লেন ফ্লিপস ২০ রান করেন।

পাকিস্তানের হয়ে ২টি উইকেট শিকার করেছেন নাসিম শাহ। এছাড়া ১টি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি, আবরার আহমেদ ও আগা সালমান।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান: ২৪২/১০ (৪৯.৩ ওভার)
নিউজিল্যান্ড: ২৪৩/৫ (৪৫.২ ওভার)
ফলাফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট