বিশ্বকাপে নিজেদের তৃতীয় ও টুর্নামেন্টের এগারোতম ম্যাচে নিউচিল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরেছেন সাকিব আল হাসান। বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
এ ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে রীতিমতো মরিয়া টাইগাররা। অন্যদিকে, টানা তৃতীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথ সুগম করতে চায় কিউইরা।
এ ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর কিউইদের ডেরায় ফিরেছেন দলটির নিয়মিত অধিনায়ক উইলিয়ামসন। বাদ পড়েছেন ওপেনার উইল ইয়ং। বাংলাদেশ দলেও এক পরিবর্তন। আবারো একাদশে ফিরেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগার একাদশ থেকে বাদ গেছেন শেখ মাহেদী।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব, মুশফিক, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম লাথাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।
আরও পড়ুন: আক্ষেপ ঘুচিয়ে এবার নতুন ইতিহাস লিখবে সাকিবরা?
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৩/এজে