নিজেদের ‘মহাগুরুত্বপূর্ণ’ ম্যাচ খেলতে আজ (বৃহস্পতিবার) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-শ্রীলংকা। কিউইদের লক্ষ্য এই ম্যাচ জয়ের মাধ্যমে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যাওয়া। অন্য দিকে শ্রীলংকার লক্ষ্য নিউজিল্যান্ডকে হারিয়ে আসন্ন চ্যাম্পীয়ন্স ট্রফিতে নিজেদের অবস্থান নিশ্চিত করা।
তবে আজও টসে হেরে ব্যাটিংয়ে নামা লংকানদের ব্যাটিং দুর্দশার প্রদর্শন দেখা গেল। ম্যাচের শুরুতে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার পাথুম নিশাঙ্কাকে সাজ ঘরে ফিরিয়ে প্রথম আঘাত হানেন টিম সাউদি। আসর জুড়ে অসাধারণ ফর্মে থাকা এই ওপেনার করেছেন মাত্র ২ রান। এরপর অধিনায়ক কুশল মেন্ডিসও ৭ বলে ৬ করে আউট হয়ে যান।
সামারাবিক্রমা, আসালাঙ্কা কেউ থিতু হতে না পারলেও ব্যাটিংয়ের অন্য প্রান্ত থেকে ঝড় শুরু করেন কুশল পেরেরা। কিন্তু ২৮ বলে ব্যক্তিগত ৫১ রানে পেরেরাও আউট হয়ে গেলে লংকানদের তখন রান দাঁড়ায় ৫ উইকেটের বিনিময়ে ৭০।
পরে শেষ ম্যাচে টাইমড আউটের শিকার হয়ে তুমুল আলোচনার জন্ম দেয়া ম্যাথিউস এবং ধানান্জয়া ডি সিলভা দুজনই দেখেশুনে খেলতে থাকেন। কিন্তু উইকেটে সেট হওয়ার পরও কেউই আশার প্রতীক হয়ে ইনিংস বড় করতে পারেননি। অ্যান্জেলো ম্যাথিউস ২৭ বলে ১৬ করে এবং ধানান্জয়া ২৪ বলে ১৯ করে আউট হয়ে গেলে লংকানদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ১০৫ রান।
১২৮ রানে নবম উইকেট হারানো শ্রীলংকার হয়ে শেষ উইকেটে এসে ঢাল হয়ে দাঁড়ায় মাদুশঙ্কা-থিকশানা জুটি। ৪৩ রানে মাদুশঙ্কা ১৯ করে আউট হয়ে গেলে ৪৩ রানের জুটিটি ভেঙ্গে যায় লংকানদের।
ফলে ৪৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে শ্রীলংকার সংগ্রহ মাত্র ১৭১ রান। কিউইদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন ট্রেন্ট বোল্ট।
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া
ক্রিফোস্পোর্টস/০৯নভেম্বর২৩/এমএস/এমটি