Connect with us
ক্রিকেট

বাংলাদেশ দলকে হালকাভাবে নিতে চায় না নিউজিল্যান্ড

Mitchell Santner talk about Bangladesh
বাংলাদেশ দল নিয়ে কথা বললেন স্যান্টনার। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ভারতের কাছে পরাজয় দিয়ে শিরোপা মিশনের সূচনা করেছে টাইগাররা। আগামীকাল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। যেই কিউইরা আবার চলমান আসর শুরু করেছে স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে।

যেহেতু প্রথম ম্যাচে পরাজিত হয়েছে টাইগাররা, তাই দ্বিতীয় ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ শান্তদের জন্য। আগামীকাল সোমবার ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। তবে বাংলাদেশকে একেবারেই হালকা প্রতিপক্ষ হিসেবে নিতে চায় না নিউজিল্যান্ড। টাইগারদের সমীহ জানিয়ে কঠিন লড়াই হওয়ার আশা ব্যক্ত করেছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন নিজেদের দিনে ভয়ংকর হয়ে উঠতে পারে বাংলাদেশ। এই বিষয়ে বলেন, ‘আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে।’

আরও পড়ুন:

» রূপগঞ্জের সঙ্গে সাকিবের চুক্তির বিষয়ে নতুন যা জানা গেল

» ভারত-পাকিস্তান ম্যাচ উপলক্ষে ২২ ভারতীয় বন্দীর মুক্তি

টাইগার পেস আক্রমণের প্রশংসা করে স্যান্টনার বলেন, ‘তারা এখন খুবই ভালো দল। স্পিনের পাশাপাশি পেসেও ভালো করছে। তাসকিন দীর্ঘদিন ধরে ভালো করছে। আমরা জানি ফিজ কত ভালো হতে পারে। রানা খুব দ্রুত বল করে। আমরা তাদের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে অনেক ম্যাচ খেলেছি। তারাও আমাদের চেনে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলব।’

এদিনও উঠে এসেছে সাকিব আল হাসানের কথা। সাকিবের অভাব পূরণ করতে পারা নিয়ে তিনি বলেন, ‘আমরা দেখেছি সাকিব দীর্ঘদিন ধরে কত ভালো খেলে গেছে। সব কন্ডিশনে সে ভালো খেলতে পারে। তবে তাদের এখন রিশাদ আছে যে খুব ভালো লেগ স্পিনার। মেহেদী মিরাজ আছে, মাহমুদউল্লাহও কিছু ভালো ওভার করতে পারে।’

ক্রিফোস্পোর্টস/২৩ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট