Connect with us
ক্রিকেট

বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে উইলিয়ামসনকে বাদ দিল নিউজিল্যান্ড

crifo Williuamson
টি-টোয়েন্টি দল থেকে কেন উইলিয়ামসন ও কাইল জেমিসনের নাম সরিয়ে নেয়া হয়েছে

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল আগেই ঘোষণা করে রেখেছিল নিউজিল্যান্ড। তবে এবার টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন ১৩ সদস্যের দলে একাধিক পরিবর্তন আনলো নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।

পূর্ব ঘোষিত টি-টোয়েন্টি দল থেকে কেন উইলিয়ামসন ও কাইল জেমিসনের নাম সরিয়ে নেয়া হয়েছে। মূলত দুজনেই খানিকটা ইনজুরিতে রয়েছেন। বেশ কিছুদিন যাবত হ্যামস্টিংয়ের চোটে ভুগছেন জেমিসন। অন্যদিকে উইলিয়ামসনও দীর্ঘদিন ধরে আছেন হাঁটুর সমস্যায়। বিশ্বকাপের আগে তার হাঁটুতে করা হয়েছে সার্জারিও।

এসব কথা চিন্তা করে ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের পরামর্শে আসন্ন বাংলাদেশ সিরিজ থেকে তাদের দুজনকে বিশ্রাম দিয়েছে এনজেডসি। পরবর্তী দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে তাদের সার্ভিস পাওয়ার আশায় কোন প্রকার ঝুঁকি না নিয়ে, এই সিরিজ থেকে দুজনের নাম সরিয়ে নিয়েছে কিউই টিম ম্যানেজমেন্ট।

কেন উইলিয়ামসনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রাচিন রবীন্দ্র। গেল বিশ্বকাপেও সুযোগ পেয়ে ওয়ানডে দলে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন তরুণ এই অলরাউন্ডার। এবার তার সামনে সুযোগ থাকছে টি-টোয়েন্টি দলে নিজেকে প্রমাণ করার। অপরদিকে জেমিসনের বদলে দলে সুযোগ পেয়েছেন জেকব ডাফি। চলতি ওয়ানডে সিরিজও খেলছেন তিনি।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে দুই দল। এরপরেই আগামী ২৭ ডিসেম্বর নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মাউন্ট মঙ্গানুইয়ে।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধি.), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপ, রাচিন রবীন্দ্র, বেন সেয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

আরও পড়ুন: বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ আজকের খেলা (২২ ডিসেম্বর ২৩)

ক্রিফোস্পোর্টস/২২ডিসেম্বর২৩/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট