আগামী সেপ্টেম্বরের শেষদিকে বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। তবে এই সফরটি স্থগিত করেছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার (২২ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে শেখ হাসিনা সরকারের পতনের পরও বেশ কয়েকদিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল। এ কারণে এসময় বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি করে কয়েকটি দেশ। তার মধ্যে নিউজিল্যান্ডও রয়েছে। তবে অন্তবর্তীকালীন সরকারের অধীনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরায় স্বাভাবিক রূপে ফিরে এসেছে। তবে নিউজিল্যান্ড এখনও দেশের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রেখেছে। যার ফলে স্থগিত হয়েছে সিরিজটি।
মূলত ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলে বিষয়টি রাষ্ট্রের কাছে চলে যায়। তখন বোর্ডের কিছু করা সম্ভব নয়। এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়টি রাষ্ট্রীয়। তাই এখানে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কিছু করার নেই। এজন্য আপাপত সিরিজটি স্থগিত।’
আরও পড়ুন:
» বন্যার্তদের জন্য মন কাঁদছে তাসকিন-মুশফিকদের
» নিজের বায়োপিকে নিজেই অভিনয় করবেন রাহুল দ্রাবিড়?
সিরজ স্থগিত হলেও বাতিল হচ্ছে না। পরবর্তীতে সময় বের করে আবার সিরিজটি আয়োজিত হবে বলে সেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন নাফিস, ‘নিউজিল্যান্ডের বোর্ডের সঙ্গে আমাদের আলোচনা চলছে। এই সফরটি বাতিল হবে না। অন্য কোনো সময়ে অনুষ্ঠিত হবে।’
আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। এই সিরিজে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ ছিল।
ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৪/বিটি