বেঙ্গালুরু টেস্টের প্রথম ইনিংসে ভারতকে মাত্র ৪৬ রানে অলআউট করেছে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্রের সেঞ্চুরিতে ভর করে লড়াকু পুঁজি গড়েছে কিউইরা। অসাধারণ ইনিংস খেলে দলকে বড় লিড এনে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২৪ বছর বয়সী এই তরুণ ব্যাটার।
৩ উইকেটে ১৮০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে কিউই ব্যাটাররা। কিন্তু দিনের শুরুতেই মুখ থুবড়ে পড়ে নিউজিল্যান্ড ব্যাটিং লাইনআপ। ২৩৩ রান তুলতেই হারিয়ে বসে ৭ উইকেট। সেখান থেকে অষ্টম উইকেটে টিম সাউদিকে নিয়ে গড়েন অবিশ্বাস্য এক ঝোড়ো জুটি।
অষ্টম উইকেটে ১৩২ বলে ১৩৮ রানের এক দুর্দান্ত জুটি গড়েন এই দুজন। তাদের এই দুইজনের জুটিতে ভর করে শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ৪০২ রানে থামে কিউইদের প্রথম ইনিংস। এতে করে তাদের লিড পায় ৩৫৬ রান।
সাউদি ৬৫ রানে আউট হয়ে সাজঘরে ফিরলেও একপাশ আগলে রাখেন রাচিন। পরবর্তীতে দলীয় ৪০২ রানের মাথায় আউট হন শেষ ব্যাটার হিসেবে। ১৫৭ বলে ১৩ চার এবং ৪ ছক্কায় করেন ১৩৪ রান। এটি রাচিনের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক।
বল হাতে তিনটা করে উইকেট শিকার করছেন ভারতীয় দুই স্পিনার কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।
তৃতীয় দিন শেষে স্কোর :-
( ভারত ১ম ইনিংস – ৪৬/১০,
নিউজিল্যান্ড ১ম ইনিংস- ৪০২/১০,
রাচিন রবীন্দ্র ১৩৪, ডেভন কনওয়ে ৯১, টিম সাউদি ৬৫
ভারত ২য় ইনিংস – ২৩১/৩,
রোহিত শর্মা ৫২, ভিরাট কোহলি ৭০, সরফরাজ খান ৭০*)
আরো পড়ুন : এবার সাকিবকে দেশে ফেরাতে অবস্থান তার ভক্তদের
ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৪/এসআর