রোমাঞ্চ আর নাটকীয়তায় ভরা চলমান ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে ভারত। বিরাট হোহলি আর শ্রেয়াসের দুর্দান্ত জোড়া শতকে ভর করে ৩৯৭ রানে থামে ভারতের রানের চাকা।
বুধবার ভারতের মুম্বাইয়ে ওয়াংখেডে স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। ফাইনালে উঠতে নিউজিল্যান্ডকে করতে হবে ৩৯৮ রান।
এদিন অধিনায়কের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ভারত। রোহিত শর্মা ২৯ বলে ৪৭ রানের দাপুটে ইনিংস খেলে মাঠ ছাড়লে উইকেটে আসেন বিরাট কোহলি। ব্যাটিংয়ে এসে খুব স্বাচ্ছন্দে খেলতে থাকেন তিনি। ৫৯ বল খেলেই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।
এরপর কিছুটা মারকুটে ভঙ্গিতে খেলতে শুরু করেন কোহলি। তবে ৯০ এর ঘরে এসে কিছুটা ধীরে খেলেলেও ১০৬ বলে কাঙ্ক্ষিত শতকে পৌঁছে যান বিরাট কোহলি। ৮ চার ও ১ ছয়ে এই বিশেষ শতকটি সাজিয়েছেন তিনি।
এদিন কোহলির সঙ্গে ৭০ বলে ১০৫ রানের গুরুত্বপুর্ণ ইনিংস খেলেন শেয়াস। এছাড়া ৬৬ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন শুভমান গিল। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৯৭ রানে থামে ভারতের রানের চাকা।
রেকর্ডবুকে কোহলি:
শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন বিরাট কোহলি। ওয়ানডে সেঞ্চুরির অর্ধশতক পূরণ করেছেন এই কিংবদন্তি ব্যাটার। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরের মালিক এখন তিনি। এই সেঞ্চুরিতে পেছনে ফেলে দিয়েছেন ‘গড অব ক্রিকেট’ খ্যাত শচীন টেন্ডুলকারকে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৩৯৭/৪ (৫০)
টার্গেট: ৩৯৮ (৫০)
আরও পড়ুন: শচীনকে ছাড়িয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক কোহলি
ক্রিফোস্পোর্টস/১৫নভেম্বর২৩/এসএ