Connect with us
ক্রিকেট

বেঙ্গালুরুর বৃষ্টি আর ফখরের ঝড়ে নিউজিল্যান্ডকে হারালো পাকিস্তান

Pak vs Nz
পাকিস্তান বনাম আফগানিস্তান। ছবি- পিসিবি

ভাগ্য সাহসীদের ভালবাসে’ – এই বিখ্যাত উক্তিটি জেমস রাসেল লোয়েলের। উক্তিটি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাথে যে এমনভাবে মিলে যাবে তা কি কেউ আদৌ ভেবেছিলো আজ?

৪০২ রানের লক্ষ্য তাড়া করতে নামার সময় পাকিস্তানের পাঁড় সমর্থকও হয়তো ভাবেনি। কিন্তু বৃষ্টির কল্যাণে আর টপ অর্ডারে নামা ফখর জামানের ৮১ বলে ১২৬ রানের ঝড়ো ব্যাটিংয়ে বৃষ্টি আইনে (ডিএলএস মেথড) নিউজিল্যান্ডকে ২১ রানে হারালো পাকিস্তান।

৪০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা মোটেও ভাল হয়নি। ব্যক্তিগত ৪ রানে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন আব্দুল্লাহ শফিক। এরপর ব্যাটিংয়ে নামা কাপ্তান বাবরের সাথে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৯৪ রানের জুটি গড়েন ফখর জামান।

বাবরদের ব্যাটিংয়ের সময়ে ২২ তম ওভারে প্রথম দফার বৃষ্টি যখন নামে তখন ২১ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৬০ রান। প্রায় ঘন্টা খানেকের বৃষ্টির ফলে ফখরদের নতুন লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ৩৪২ রান। দ্বিতীয় দফায় ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২৫.৩ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে ২০০ রান তোলে।

এরপর বৃষ্টি ফের হানা দিলে ম্যাচ আর মাঠে গড়ানো সম্ভব হয়নি। এতে ডিএলএস মেথডে ২১ রানের জয় নিয়ে টেবিলের ৫ নম্বরে উঠে এলো পাকিস্তান। ৮ ম্যাচে কিউইদের সমান ৪ জয়ে এখন যেন তাদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে বাবর আজমের দল।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে আসা নিউজিল্যান্ড শুরুটা কিছুটা ধীরে করলেও সময়ের সাথে সাথে ব্যাটিংয়ে ধার বাড়াতে থাকে। রচিন রবীন্দ্র বিশ্বকাপে নিজের তৃতীয় শতক (১০৮ রান) তুলে আউট হন, উইলিয়ামসন ৯৫ রানে সাজ ঘরে ফেরেন। এছাড়া বাকি প্রায় সব ব্যাটসম্যানই ১৪০ এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট চালানোয় ৪০১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ব্ল্যাক ক্যাপসরা।

প্রায় অসম্ভবকে সম্ভব করার মিশনে নেমে শুরুতে উইকেট হারিয়েও ফখর জামানের ব্যাটিং তান্ডব, বাবর আজমের যোগ্য সঙ্গ আর ভাগ্য প্রসূত হওয়ায় বৃষ্টি আইনে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। পাকিস্তান অধিনায়ক বাবর ৬৩ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলেন।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ ওয়াসিম সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। এছাড়া হারিস-ইফতিখার-হাসান আলী প্রত্যেকেই ১ টি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৪০১/৬ (৫০ ওভার)

পাকিস্তান: ২০০/১ (২৫.৩ ওভার)

ফলাফল: পাকিস্তান ২১ রানে জয়ী (ডিএলএস মেথডে)

 

আরও পড়ুন: দেশের মানুষ ও পরিবারের জন্য সেমিফাইনালে পৌছাতে চান শহিদী

ক্রিফোস্পোর্টস/০৪নভেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট