চলতি বিশ্বকাপ শেষ হলেই একটি টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডের। দুইটি ম্যাচ দিয়ে সাজানো সিরিজের আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা ছিল। তবে প্রস্তুতি ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বিসিবির কাছে ম্যাচটি বাতিলের অনুরোধ করেছিল। কিউইদের আবেদনে সম্মতি জানিয়েছে বিসিবি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপরারেশন্স বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস। মূলত নিউজিল্যান্ডের বিশ্বকাপ যাত্রা দীর্ঘ হওয়ায় প্রস্তুতি ম্যাচটি খেলতে চাচ্ছে না সফরকারীরা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলতি মাসের ২৩ ও ২৪ তারিখ প্রস্তুতি ম্যাচটি হওয়ার কথা ছিল। ম্যাচটি বাতিল হলেও সূচি অনুযায়ী ২১ তারিখেই টাকায় পা রাখবে কিউইরা।
আগামী ২৮ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট ম্যাচ সিলেটে শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ৬ ডিসেম্বর মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে।
উক্ত সিরিজের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে কিউইরা। বাংলাদেশও আগামী সপ্তাহে দল ঘোষণা করতে পারে।
আরও পড়ুন: নতুন লুকে হাজির নেইমার
ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৩/এমএ