Connect with us
ক্রিকেট

পাকিস্তান সিরিজেই উইলিয়ামসনকে দলে ফেরালো নিউজিল্যান্ড

Williamson
চোট কাটিয়ে পাকিস্তান সিরিজে দলে ফিরলেন উইলিয়ামসন। ছবি- দ্য ডন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখেই চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে এই সংক্ষিপ্ত ফরমেটে পাঁচ ম্যাচের একটি সিরিজ খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড। আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের জন্য নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে ফিরিয়ে শক্তিশালী দল ঘোষণা করল নিউজিল্যান্ড।

গেল কিছুদিন যাবৎ চোটের কারণে নিয়মিত মাঠে নামতে পারছেন না উইলিয়ামসন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেললেও ঘরের মাঠে সাদা বলের ক্রিকেটে ছিলেন না তিনি। পাকিস্তানের বিপক্ষে দলে ফিরলেও বিশ্বকাপের আগে কোন ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই সিরিজের প্রথম তিন ম্যাচে খেলবেন উইলিয়ামসন। বাকি দুই ম্যাচে অধিনায়কত্ব করবেন মিচেল স্যান্টনার।

এছাড়াও ব্যস্ততম সময় পার করা রাচীন রবীন্দ্র বিশ্রামে থাকছেন এই সিরিজ থেকে। চোটের কারণে দলে রাখা হয়নি পেসার কাইল জেমিসন ও স্পিনার মিচেল ব্রেসওয়েল। দলে ফিরেছেন বাংলাদেশ সিরিজে না থাকা ওপেনার ডেভিন কনওয়ে আর বিশ্বকাপে চোট পাওয়া পেসার লকি ফার্গুসন ও ম্যাট হেনরি।

আগামী ১২ জানুয়ারি নিউজিল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরবর্তী ম্যাচ গুলো হবে যথাক্রমে ১৪, ১৭, ১৯ ও ২১ জানুয়ারি। হেমিলটনের শেডন পার্ক, ডুনেডিনে ওটাগো ওভাল ও ক্রাইসচার্জের হ্যাগলে ওভালসহ ভিন্ন চারটি ভেন্যুতে সিরিজের পাঁচটি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

নিউজিল্যান্ড স্কোয়াড: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, টিম সাইফার্ট, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, জশ ক্লার্কসন, ম্যাট হেনরি, ইশ সোধি, টিম সাউদি, লকি ফার্গুসন, বেন সিয়ার্স ও অ্যাডাম মিলনে।

আরও পড়ুন: ওয়ার্নারের শেষ টেস্টেও নাজেহাল পাকিস্তানের ব্যাটিং

ক্রিফোস্পোর্টস/০৩জানুয়ারি২৪/এসএফ/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট