আগামী ডিসেম্বরেই ৩ টি ওয়ানডে ও ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। আসন্ন এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই একাদশে আবারো জায়গা পেয়েছেন সৌম্য সরকার। তবে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করে বিসিবি। বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে ভারতে উড়ে যাওয়া এনামুল হক বিজয়ও রয়েছেন ওয়ানডে একাদশে। আর দীর্ঘদিন পর দলে ফেরা সৌম্য খেলবেন দুই ফরম্যাটেই।
প্রথম বারের মত ওয়ানডে দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী রাকিবুল হাসান। এছাড়া ডাক পেয়েছেন দুই স্পিনার রিশাদ হোসেন ও তানভীর ইসলাম, যেখানে রিশাদ দুই ফরম্যাটেই ডাক পেয়েছেন আর তানভীর শুধু টি-টোয়েন্টিতে।
ইনজুরির কারনে আগেই দল থেকে ছিটকে গেছেন দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে দুই ফরম্যাটেই নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। তবে ইনজুরির কারণে এই সফরে দলে নেই মাহমুদুল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ ওয়ানডে দল:
নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, এনামুল হক, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল:
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলা, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভির ইসলাম ও তানজিম হাসান সাকিব।
আরও পড়ুন: প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট অধিনায়ক অভিষেকেই সেঞ্চুরি শান্তর
ক্রিফোস্পোর্টস/৩০নভেম্বর২৩/এমটি