Connect with us
ক্রিকেট

যেভাবে ভারতকে পাল্টা চাপে ফেলতে চায় নিউজিল্যান্ড

India is in pressure against New Zealand
নিউজিল্যান্ডের বিপক্ষে চাপে ভারত। ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। যেখানে তৃতীয়বারের মতো এই বৈশ্বিক শিরোপা জয়ের আশা করছে রোহিত শর্মার দল। বিপরীতে ২৫ বছরের আক্ষেপ কাটিয়ে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট জিততে চায় নিউজিল্যান্ড। আর এই ম্যাচে তাই ভারতকে পাল্টা চাপে ফেলতে চায় তারা।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘পরিস্থিতি অনুযায়ী খোলামনে খেলতে হবে আমাদের। রান কেমন হবে এ নিয়ে দলের সঙ্গে আলোচনা করা দরকার। আমার মনে হয়, ২৫০-৩০০ রানের উইকেট হবে। দুই দলের জন্য এমন সময় আসবে, যখন তারা চাপে থাকবে। ভারত কিছু সময় দারুণ বোলিং করবে। আমাদের পরিকল্পনা হলো সেই চাপ সামলে তাদের ওপর পাল্টা চাপ তৈরি করা।’

এদিন আবহাওয়া দেখে কিছুটা অবাক হওয়ার কথা জানিয়েছেন স্যান্টনার। গেল দুই দিনে এখানে কিছুটা তাপমাত্রা বেড়েছে বলে মনে করেন তিনি। নিজেদের পূর্ণাঙ্গ প্রস্তুতি সেটা নিতে গতকাল রাতে দুবাইয়ে অনুশীলন করার কথা জানিয়েছেন কিউই অধিনায়ক। আর উইকেট নিয়ে প্রাথমিক ধারণা থেকে তিনি মনে করেন স্পিন অ্যাটাক দিয়ে তাদের চাপে ফেলতে চাইবে ভারত।


আরও পড়ুন:

» আচমকা দুঃসংবাদ, শেষ মুহূর্তে স্থগিত বার্সেলোনার ম্যাচ

» অনুশীলনে চোট পেলেন কোহলি, খেলতে পারবেন ফাইনালে?


এর আগে গ্রুপ পর্বের ম্যাচে বরুণ চক্রবর্তী স্পিনে ধরাশায়ী ভারতের বিপক্ষে পরাজিত হয়েছিল নিউজিল্যান্ড। ভারতীয় সেই স্পিনারকে নিয়ে স্যান্টনার বলেন, ‘বরুণকে আমরা আইপিএলে খেলেছি, কয়েকজন খেলোয়াড় প্রথম কিংবা দ্বিতীয়বার তার মুখোমুখি হতে যাচ্ছে। তবে আমি মনে করি, ফুটেজ বিশ্লেষণ করার পর তারা প্রস্তুত থাকবে। সে ঘণ্টায় ১১৫ কিলোমিটার গতিতে আর্ম বল করে থাকে। এই গতিতে সে আমাকে আউট করেছিল। আমি তা নিয়ে সতর্ক থাকব।’

এদিকে নিজেদের স্পিনারদেরও প্রস্তুত থাকতে বললেন কিউই অধিনায়ক, ‘আগেরবার সঠিক লেন্থে বোলিং করে ডট বল খেলিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করাই ছিল লক্ষ্য। স্পিনারদের জন্য মূল কৌশল হলো একই জায়গায় লম্বা সময় ধরে বোলিং করে যাওয়া এবং আশা করি, এর মধ্য এক-দুটি বল স্কিডও করবে।’

দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ফাইনাল।

ক্রিফোস্পোর্টস/৯মার্চ২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট