Connect with us
ক্রিকেট

শ্রীলঙ্কার কাছে হারল ভারতে ইতিহাস গড়া নিউজিল্যান্ড

New Zealand, which created history in India, lost to Sri Lanka
শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড। ছবি- সংগৃহীত

কদিন আগেই ভারতের মাটিতে ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে কিউইরা৷ তবে এবার শ্রীলঙ্কার মাটিতে ভিন্ন ফরম্যাটে হারের মুখ দেখলো গ্লেন ফ্লিপস-মিচেল স্যান্টনাররা।

দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা সফর করেছে নিউজিল্যান্ড। ডাম্বুলায় আজ শনিবার (৯ নভেম্বর) প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হেরেছে কিউইরা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

নিউজিল্যান্ডের দেয়া সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দলীয় ৩ রানেই ফিরে যান কুশল মেন্ডিস। স্যান্টনারের বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফিরে যান এই ব্যাটার। এরপর দ্বিতীয় উইকেট পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা ৪০ রান যোগ করেন।

আরও পড়ুন:

» ভিনিসিয়ুসের হ্যাটট্রিকের দিনে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

» ভারতের চাওয়া হাইব্রিড মডেল, মানবে কি পাকিস্তান? 

দলীয় ৪৩ রানে নিশাঙ্কা (১৯) ফেরানোর পর ৫৫ রানের মাথায় কুশল পেরেরার (২৩) উইকেটও তুলে নেয় কিউইরা। পরবর্তীতে কামিন্দু মেন্ডিসের ২৩, চারিথ আশালাঙ্কার ৩৫, ওয়ানিন্দু হাসারাঙ্গার ২২ ও অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট তুলে নেন জাকারি ফলকেস। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন স্যান্টনার, ব্রেসওয়েল ও গ্লেন ফিলিপস।

এর আগে ব্যাটিংয়ে নেমে ম্যাচের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ রান আসে জাক ফলকেস ও মাইকেল ব্রেসওয়েলের ব্যাট থেকে। দুজনেই সমান ২৭ রান করে করেছেন। ওপেনার উইল ইয়াংয়ের ব্যাট থেকে আসে ১৯ রান। এছাড়া অধিনায়ক স্যান্টনার ১৬ ও গ্লেন ফিলিপস ১৩ রান করেন।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন দুনিথ ওয়েলালাগে। এছাড়া সমান ২টি করে উইকেট শিকার করেছেন নুয়ান থুশারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানা।

ক্রিফোস্পোর্টস/১০নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট