Connect with us
ক্রিকেট

টানা চার জয়ে বিশ্বকাপে উড়ছে নিউজিল্যান্ড

বারবার এভাবেই ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন আফগান ব্যাটাররা। আর উল্লাসে মাতে নিউজিল্যান্ড। ছবি- ক্রিকইনফো

মাত্র তিনদিন আগে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে আফগানিস্তান। একটা জয়ের পরই তাদের শারীরিক ভঙ্গিমায় এসেছিল পরিবর্তন। তবে এবার তারা পরাস্ত হয়েছে নিউজিল্যান্ডের কাছে। তাদের এই হারের পিছনে হয়তো ব্যাটিং আর ফিল্ডিংকেই দুষবেন রশিদ-নবীরা।

বুধবার (১৮ অক্টোবর) নিজেদের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় আফগানিস্তান। চেন্নাইয়ের এম.এ. চিদম্বরাম স্টেডিয়ামে ১৪৯ রানেএ বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়ে আফগানরা। আর এই জয়ে টানা চার ম্যাচ আধিপত্য দেখালো কিউইরা।

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। বোলিং এ শুরুটা তেমন ভালো করতে পারেনি আফগানরা। ২০ ওভার পূর্ণ হওয়ার আগেই এক উইকেট হারিয়ে শতক তুলে নেয় নিউজিল্যান্ড। ১০৯ রানের মাথায় আজমতুল্লাহর বলে বোল্ড হন দুর্দান্ত ফর্মে থাকা রাচিন রবীন্দ্র।

এরপর শুরু হয় নিউজিল্যান্ডের ব্যাটিং বিপর্যয়। ১১০ রানের মধ্যেই ৪টি উইকেট হারায় তারা। ম্যাচ অনেকটাই আফগানিস্তানের হাতে এসেছিল। এরপর ম্যাচের হাল ধরেন গ্লেন ফিলিপস ও অধিনায়ক টম লাথাম। তারা দুজন মিলে ১৫৭ বলে ১৪৪ রানের জুটি গড়েন। তবে তাদের বড় জুটি গড়ার পেছনে অবদান আফগানিস্তানের ফিল্ডিংয়ের। তাদের একের পর এক ক্যাচ মিসে তারা বড় জুটি গড়ে তোলে। ফিলিপস ৭১ ও লাথাম ৬৮ রান করে আউট হয়ে গেলে মার্ক চ্যাপম্যানের ১২ বলে ২৫ রানের ছোট অবদানে ৫০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাড়ায় ৬ উইকেটে ২৮৮। আফগানিস্তানের হয়ে দুইটি করে উইকেট নেন আজমতুল্লাহ ও নবিন।

২৮৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে আফগানরা। তবে অন্যান্য দিন মতো শুরুটা করতে পারেনি তারা। মাত্র ২৭ মাথায় আউট হন আফগানদের ব্যাটিংয়ের অন্যতম ভরসা গুরবাজ। ২৭ রানের মাথাযই আউট হয়েছেন ইব্রাহিম জাদরান। এরপর আর ব্যাটিংয়ে তেমন সুবিধা করতে পারেনি কেউ। অল্প পুঁজি গড়েই আউট হতে থাকে আফগানরা।

শেষ পর্যন্ত ৩৪.৪ ওভারে ১৩৯ রানেই গুটিয়ে যায় তারা। ১৪৯ রানের বিশাল ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন মিচেল সান্তনার ও লকি ফার্গুসন।

এর ফলে টানা চার ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কিউইরা। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত।

আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৩/এমটি/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট