আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হার দিয়ে চলমান বিশ্বকাপ আসর শুরু করেছিল নিউজিল্যান্ড। এরপর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে সুপার এইটে যাওয়ার সম্ভাবনা মাটি চাপা দিয়েছিল কিউইরা। এবার টুর্নামেন্টের নিজেদের তৃতীয় ম্যাচে উগান্ডাকে ৯ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম জয়ের দেখা পেল নিউজিল্যান্ড।
আজ শনিবার ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে উগান্ডাকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। এদিন কিউইদের বোলিং আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে উগান্ডার ব্যাটিং লাইনআপ। মাত্র ৪০ রানে গুটিয়ে যায় তাদের গোটা ইনিংস। জবাবে ১ উইকেট হারিয়ে পাওয়ার প্লের মধ্যেই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।
এদিন আগে ব্যাটিং করতে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণে নাজেহাল হয়ে পড়ে উগান্ডা। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে মাত্র ৯ রান তুলতে পারে দলটি। আফ্রিকান এই দলটির হয়ে সর্বোচ্চ ১১ রান করেন ক্যান্নেথ ওয়াইশোয়া। এছাড়া দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি আর কোন ব্যাটার।
নিউজিল্যান্ডের হয়ে চার ওভারে মাত্র ৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন টিম সাউদি। হয়েছেন ম্যাচ সেরা। এছাড়া ২ টি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট, মিচেল সান্তনার ও রাচিন রবীন্দ্র। ১ উইকেট নিয়েছেন লকি ফার্গুসন। প্রত্যেকের ইকোনমি ছিল ৩ এর নিচে।
ব্যাটিংয়ে জবাব দিতে নেমে পঞ্চম ওভারে একমাত্র উইকেট হিসেবে ১৭ বলে ৯ রান করে আউট হন কিউই ওপেনার ফিন অ্যালেন। তবে আরেক ওপেনার ডেভন কনওয়ে ১৫ বলে ২২ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। ষষ্ঠ ওভারের প্রথম দুই বলে পরপর দুই চার মেরে ম্যাচ জিতিয়েছেন কনওয়ে।
অবশ্য বড় জয় পেলেও ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে নিউজিল্যান্ড। গ্রুপ ‘সি’ থেকে তিনটি করে ম্যাচ জিতে ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। তাই এই ম্যাচটি নিউজিল্যান্ডের জন্য ছিল মূলত নিয়ম রক্ষার ম্যাচ। নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে দলটি।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার কাছে নেপালের ১ রানের আক্ষেপ
ক্রিফোস্পোর্টস/১৫জুন২৪/এফএএস