Connect with us
ক্রিকেট

পাকিস্তানের সামনে নিউজিল্যান্ডের রানের পাহাড়

Pakistan vs New Zealand
পাকিস্তান বনাম নিউজিল্যান্ড। ছবি- সংগৃহীত

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠেছে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। আসরের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের সামনে পাহাড়সম রান ছুঁড়ে দিয়েছে কিউইরা। উইল ইয়াং ও টম ল্যাথামের সেঞ্চুরিতে ভর করে ৩২০ রানে থামে ব্ল্যাকক্যাপসদের রানের চাকা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকাল তিনটায় করাচি ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

এদিন টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ম্যাচে ধীরে ধীরে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যায় কিউইরা। এরই মধ্যে আসরের প্রথম ফিফটি পরে সেঞ্চুরি এসেছে উইল ইয়াংয়ের ব্যাট থেকে। সেঞ্চুরি পান মারকুটে ব্যাটার টম ল্যাথামও। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ৩২০ রান সংগ্রহ করে মিচেল স্যান্টনারের দল।


আরও পড়ুন

» ভারত ম্যাচের আগে নাহিদ রানাকে নিয়ে আগ্রহ বিদেশি গণমাধ্যমের

» চ্যাম্পিয়ন্স ট্রফি: উদ্বোধনী ম্যাচেই ফিফটি, প্রথম উইকেট পেলেন কে?


এদিকে ২৯ বছর পাকিস্তানের মাটিতে বসেছে আইসিসির কোনো বিশ্ব আসর। আসরের শুরুতে শুভ সূচনা পেয়ে পাকিস্তানকে ৩২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য পাড়ি দিতে হবে।

এদিন উদ্বোধনী জুটিতে ডেভন কনওয়েকে সঙ্গে নিয়ে ৩৯ রান করেন ইয়ং। কনওয়ে ১০ রান করে লেগস্পিনার আবরার আহমেদের ঘূর্ণিতে বোল্ড হয়ে বিদায় নেন। অষ্টম ওভারে উদ্বোধনী জুটি ভাঙার এক ওভার পরেই উইলিয়ামসনকে (১) হারায় নিউজিল্যান্ড। নাসিম শাহ’র বলে উইকেটরক্ষকের তালুবন্দি হন কিউইদের এই ব্যাটিং স্তম্ভ । পরের যাত্রাটাও ভালো হয়নি—ড্যারিল মিচেল ফেরেন ১০ রানে। এই উইকেটটি নেন হারিস রউফ। আসা যাওয়ার মিছিলে অবশ্য ৩ উইকেটের বিনিময়ে স্কোরশিটে ৭৩ রান তুলে কিউইরা।

তবুও স্বস্তি পায়নি পাকিস্তান। স্বাগতিক পেসারদের নাকানিচুবানি খাইয়ে ইয়ং আর ল্যাথাম শতরানের জুটিতে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।

ইয়ং সেঞ্চুরি করেন ১০৭ বলে। এছাড়া ৯৫ বলে সেঞ্চুরি ছোঁয়া ল্যাথাম অপরাজিত থাকেন ইনিংসের শেষ পর্যন্ত।

অপরদিকে পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও হারিস রউফ নেন দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ৩২০/৫ (৫০)
টার্গেট : ৩২১
পাকিস্তান :

পাকিস্তান একাদশ :

ফখর জামান, বাবর আজম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আগা, তইয়েব তাহের, খুশদিল শাহ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ :

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মিচেল ব্র্যাসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডুফে, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’ রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রাবীন্দ্র, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।

ক্রিফোস্পোর্টস/১৯ফেব্রুয়ারি২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট