Connect with us
ক্রিকেট

বিপিএল খেলতে আসছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার!

Jimmy Neesham
বিপিএল খেলতে আসছেন জিমি নিশাম। ছবি- সংগৃহীত

বিপিএলের প্লে-অফ শুরুর আগে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। এবার বিপিএল মাতাতে আসছেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার জিমি নিশাম।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) নিশাম তার অফিশিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে বিপিএলে খেলতে আসার ইঙ্গিত দিয়েছেন। ইন্সটাগ্রাম স্টোরিতে দেখা যায়, দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে বিমানে উঠেছেন এই তারকা।

মূলত এসএ-টোয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছিলেন নিশাম। তবে তার দল প্রিটোরিয়া ক্যাপিটালস ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তাই দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন এই কিউই তারকা।

Jimmy Neesham coming to play BPL

জিমি নিশামের ইন্সটাগ্রাম স্টোরি। ছবি- সংগৃহীত

আরও পড়ুন:

» খুলনার কাছে হারের কারণ হিসেবে যা বলছে রংপুর

» টানা আট ম্যাচ জেতা রংপুরকে বিদায় করলো খুলনা

এদিকে আজ থেকে মাঠে গড়িয়েছে বিপিএলের প্লে-অফের খেলা। ইতোমধ্যে খুলনার কাছে হেরে বিদায় নিয়েছে রংপুর রাইডার্স। অন্যদিকে দিনের অপর ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল। এই ম্যাচে যারা জয় পাবে তারা সরাসরি ফাইনাল খেলবে। তবে যারা হারবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার মুখোমুখি হবে।

তবে নিশাম কোন দলের হয়ে খেলবেন সেটা এখনো জানা যায়নি। এই তিন ফ্রাঞ্চাইজির মধ্যে যেকোনো একটির হয়ে খেলতে পারেন তিনি। গুঞ্জন আছে, খুলনা টাইগার্সের জার্সিতে মাঠ মাতাতে আসছেন নিশাম। তবে খুব শিগগিরই এ বিষয়ে অফিশিয়াল ঘোষণা আসবে।

উল্লেখ্য, বিপিএলের সবশেষ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন নিশাম। ৭ ইনিংসে ২৯১ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছিলেন ৪টি উইকেট।

ক্রিফোস্পোর্টস/৩ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট