বিপিএলের চলতি আসরে পাকিস্তানি ক্রিকেটারদের সবচেয়ে বেশি দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। তবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে ইতোমধ্যে দেশ ছেড়েছে পাকিস্তানি ক্রিকেটাররা। তাছাড়া জাতীয় দলের ম্যাচ থাকায় বিপিএল ছেড়েছে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের ও শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটারও।
বিপিএল ছেড়ে যাওয়া ক্রিকেটারদের অভাব পূরণ করতে নতুন করে বিদেশি ক্রিকেটারদদের দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিগুলো।
আসরে শীর্ষস্থানে থাকা রংপুর রাইডার্সের হয়ে এবার বিপিএল মাতিয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম এবং আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। এ ক্রিকেটারদের অভাব পূরণ করতে নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমি নিশাম ও ইংল্যান্ডের কাউন্টি দলের ব্যাটসম্যান টম মুরসকে দলে ভিড়িয়েছে রংপুর।
এদিকে ইংল্যান্ডের ডার্বিশায়ার কাউন্টি দলের ক্রিকেটার ব্রুক ডেভিড গেস্টকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর ওয়েস্ট ইন্ডিজ তারকা জেসন হোল্ডার ও শ্রীলঙ্কান পেসার কাসুন রাজিতাকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স।
এছাড়া পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফানকে দলে ভিড়িয়েছে রাজধানী শহরের দল দুর্দান্ত ঢাকা।
আরও পড়ুন: রুবেলের ওভারে ২৪ রান নিয়ে খুলনাকে হারালেন বার্ল
ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৪/এমটি