ভারতে চলছে ওয়ানডে বিশ্বকাপের আসর। বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে আসবে টিম নিউজিল্যান্ড। এবারের সফরে থাকছে দুইটি টেস্ট ম্যাচ। টেস্ট সিরিজের জন্য বিশ্বকাপের মধ্যে স্কোয়াড ঘোষণা করল নিউজিল্যান্ড দল।
অতীত অভিজ্ঞতা ও বাংলাদেশের কন্ডিশন বিবেচনা করে টেস্ট দলে স্পিন শক্তি বাড়িয়েছে দলটি। স্পিন অ্যাটাকে থাকছে রাচিন রবীন্দ্র, এজাজ প্যাটেল ও ইশ সোধি। বিশ্বকাপে ভারতের কন্ডিশনে ভালো করায় দলে জায়গা পেয়েছেন গ্লেন ফিলিপস।
আগামী ২৮ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি হবে ৮ ডিসেম্বর মিরপুরের মাঠে।
এর আগে দুই দলের টেস্ট সিরিজ আয়োজিত হয়েছিল ২০২২ সালে। নিউজিল্যান্ডের মাটিতে হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজটি হয়েছিল ড্র। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট হারের ক্ষত এখনও রয়ে গেছে ব্ল্যাক ক্যাপসদের। সেই প্রতিশোধ নেওয়ার চেষ্টাই করবে এবার। বিশ্বকাপের আগেই মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাসও থাকছে সাথে।
নিউজিল্যান্ডের টেস্ট দল: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ম্যাট হেনরি, ডেভন কনওয়ে, কাইল জেমিসন, ড্যারেল মিচেল, টম ল্যাথাম, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, উইল ইয়ং ও কেইন উইলিয়ামসন।
আরও পড়ুন: জুয়া প্রতিষ্ঠানের বড় অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাবর-রিজওয়ান
ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৩/এসএস/এজে