২০২২ এর ডিসেম্বরে কাতার বিশ্বকাপে ব্রাজিলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন নেইমার। চোটে জর্জরিত নেইমার এরপরেই ছিটকে গিয়েছিলো ব্রাজিল জাতীয় দল থেকে।
অবশেষে প্রায় আট মাস পরে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন নেইমার।
গতকাল, ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। সেখানে জায়গা পেয়েছেন রেকর্ড বেতনে পিএসজি থেকে আল হিলালে যোগ দেয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।
এছাড়াও তার সঙ্গে আছেন, কাতার বিশ্বকাপে দারুন বাইসাইকেল কিকে গোল দেয়া রিচার্লিসন এবং রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়ুস এবং রদ্রিগো।
আগামী ৯সেপ্টেম্বর বাছাইপর্বের প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। ৪ দিন পরে ১৩সেপ্টেম্বর পেরুর বিপক্ষে আবারও মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
গত, কাতার বিশ্বকাপের পরে নেইমারকে ছাড়া মোট তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে সেলেসাওরা। তার মধ্যে দুটোতেই হেরেছে তারা। মরোক্কো এবং সেনেগালের কাছে যথাক্রমে ২-১ এবং ৪-২ গোলে হেরেছিলো ব্রাজিল। গিনির বিপক্ষে অবশ্য ৪-১ গোলে জিতেছিলো তারা।
গোলরক্ষক:
অ্যালিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), বেন্টো (অ্যাথলেটিকো প্যারানেন্স)।
ডিফেন্ডার:
দানিলো (জুভেন্টাস), রেনান লোদি (মার্সেই), রজার ইবানেজ (আল-আহলি), গ্যাব্রিয়েল ম্যাগালহেস (আর্সেনাল), মারকুইনহোস (প্যারিস সেন্ট জার্মেই), নিনো (ফিলুমিনেন্স), ভ্যান্ডারসন (মোনাকো), কাইও হেনরিক (মোনাকো) .
মিডফিল্ডার:
আন্দ্রে (ফিলুমিনেন্স), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), জোলিন্টন (নিউক্যাসল), রাফায়েল ভেইগা (পালমেইরাস)।
ফরোয়ার্ড:
অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), ম্যাথিউস কুনহা (উলভারহ্যাম্পটন), নেইমার (আল-হিলাল), রিচার্লিসন (টটেনহ্যাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।
আরও পড়ুন: দ্বিতীয় হারে সৌদি প্রো লিগের তলানিতে রোনালদোর আল নাসের
ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৩/এমএইচ