Connect with us
ফুটবল

শৈশবের ক্লাবে ফিরে ব্রাজিলের সবথেকে দামি ফুটবলার হচ্ছেন নেইমার

Neymar junior
নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের ফুটবলে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় সান্তোসে। শৈশবে এখানেই ২০০৩-২০০৯ পর্যন্ত বয়সভিত্তিক ফুটবল খেলেছেন তিনি। এরপর ২০০৯ সালে ক্লাবটির মূল দলে জায়গা করে নেন নেইমার। তবে এরপর বিভিন্ন ক্লাব ঘুরে সর্বশেষ সৌদিতে পাড়ি জমিয়েছিলেন তিনি। অবশেষে আবার শৈশবের সেই ক্লাসেই ফিরতে যাচ্ছেন তিনি।

সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি বাতিলের পর গুঞ্জন উঠেছিল সান্তোসেই ফিরতে পারেন তিনি। এবার সেই গুঞ্জনই সত্য হচ্ছে। উভয় পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে বিষয়টি। খুব দ্রুতই নিজের শৈশবের ক্লাবে যোগ দিতে যাচ্ছেন নেইমার। আর এই চুক্তি স্বাক্ষরিত হলে আবারও ব্রাজিলের সবথেকে দামি ফুটবলার বনে যাবেন তিনি।

বিষয়টি জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’। যেখানে তারা উল্লেখ করেছে নেইমারকে বরণ করে নিতে প্রস্তুতি সেরে নিচ্ছে সান্তোস। আর শৈশবের এই ক্লাবে ফিরে এলেই ব্রাজিলের বর্তমান ফুটবলে সকলের মধ্যে সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় বনে যাবেন নেইমার।

সৌদিতে আল হিলালের হয়ে বছরে ১০ কোটি ইউরোর বেতনে খেলতেন তিনি। অবশ্য ব্রাজিলের ক্লাবে ফিরে অতটা বিশাল অঙ্কের দেখা পাবেন না, তা বলাই যায়। বর্তমানে ব্রাজিলিয়ানদের মধ্যে বছরে সর্বোচ্চ ২ কোটি ১৭ লাখ ইউরো পারিশ্রমিক পাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার কাসেমিরো। আর দ্বিতীয় সর্বোচ্চ বছরে ২ কোটি ৮ লাখ ইউরো পান রিয়াল মাদ্রিদে খেলা ভিনিসিয়ুস জুনিয়র।


আরও পড়ুন:

» চেনা ছন্দে ফিরলেন শরিফুল, রেকর্ড গড়ে বললেন ‘আলহামদুলিল্লাহ’

» ফাইনাল রাউন্ডের আশায় ব্রাজিল, ৫ গোলের ম্যাচে হারল ইকুয়েডর


গণমাধ্যমের খবর অনুযায়ী, সৌদির মতো অর্থ না পেলেও নেইমারের পারিশ্রমিক ছাড়িয়ে যাবে ভিনি কিংবা কাসেমিরোদের। অবশ্য নির্দিষ্ট কোন সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি। এদিকে নেইমার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেন, ‘সান্তোস ফুটবল ক্লাবের সঙ্গে আমি চুক্তিপত্র সাক্ষর করব। ক্লাবটি ও তাদের সমর্থকদের প্রতি আমার ভালোবাসা এখনও আগের মতোই রয়েছে।’

এদিকে জানা গেছে আসন্ন ফুটবল বিশ্বকাপের কথা মাথায় রেখে সান্তোসে ফিরছেন নেইমার। কেননা সৌদি ফুটবলের যোগ দেয়ার পর প্রায় পুরোটা সময় ইনজুরির সঙ্গে লড়াই করেছেন তিনি। কয়েক দফা ইনজুরি কাটিয়ে বর্তমানে মাঠে ফেরার পর এখন নেইমারকে খেলাতে চান না আল হিলালের কোচ। কেননা সৌদি ফুটবলে যেই মানের ফুটবল খেলা হয় সেই অবস্থানে বর্তমানে নেই নেইমার।

এই ব্রাজিলিয়ান তারকা জানেন আল হিলালে থাকলে এখন আর নিয়মিত খেলার সুযোগ পাবেন না তিনি। নিজেকে পুনরায় ফিরে পেতে তাই শৈশবের ক্লাবের দ্বারস্থ হয়েছেন এই তারকা ফুটবলার। যেখানে নিয়মিত খেলে নিজেকে প্রস্তুত করতে চান তিনি। আরও একবার বিশ্বমঞ্চে ব্রাজিলের হয়ে প্রতিনিধিত্ব করতে চান নেইমার জুনিয়র। আর ঘরের ছেলেকে ঘরে ফিরে পেতে অপেক্ষার কথা জানায় সান্তোস।

ক্রিফোস্পোর্টস/৩১জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল