নেইমার মানেই বাড়তি কিছু, হোক সেটা খেলার মাঠে অথবা মাঠের বাইরে। এই ব্রাজিলিয়ান তারকা যেখানেই যাবেন সেখানের সব আলো নিজের দিকে টেনে নিবেন এটা যেন তার চিরায়ত স্বভাব হয়ে দাড়িয়েছে।
এশিয়ার সবথেকে সফল ক্লাব নেইমারের আল হিলাল। সৌদি আরবেরও সেরা এই ক্লাবের নামের পাশে ট্রফি আছে ৬৬টি। সর্বোচ্চ সংখ্যক লিগ (১৮) এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ (৪) শিরোপা জেতার রেকর্ডও এই ক্লাবের দখলে।
আল হিলালের নতুন সংযোজন ব্রাজিলিয়ান রাজকুমার নেইমার দ্যা সান্তোস জুনিয়র। নেইমারের হিলালে গমনে খুশি আল হিলাল ক্লাবের সংশ্লিষ্ট থেকে শুরু করে সমর্থক পর্যন্ত সকলে।
তাই নেইমারের আপ্যয়নেও কোন কমতি রাখবে না আল হিলাল কতৃপক্ষ। বেতনের সঙ্গে বেশ বড় কিছু সুযোগ-সুবিধা পাবেন নেইমার।
যার মধ্যে রয়েছে প্রাইভেট বিমান, গার্লফ্রেন্ড ব্রুনো ব্য়িানকার্দির সঙ্গে থাকা, কর্মচারীসহ বিশাল প্রাসাদ, আল হিলালের প্রতি জয়ে বাড়তি ৮০ হাজার ইউরো বোনাসসহ আরও অনেক কিছু।
এছাড়াও তার ক্লাব অথবা দেশ ,যেকোনো একটিকে প্রমোট করে কোনো পোস্ট বা স্টোরি দিলে প্রতি পোস্টে ৫ লাখ ইউরো করে উপহার পাবেন তিনি।
এক নজরে দেখে নেয়া যাক সৌদিতে তার সুযোগ-সুবিধাগুলোঃ
বছরে ১৫০ মিলিয়ন ইউরো বেতন
প্রতি জয়ে বাড়তি ৮০ হাজার ইউরো বোনাস
২৫টি বেডরুমের প্রাসাদ
৪০*১০ মিটারের সুইমিং পুল
বাড়ির কাজকর্মের জন্য পাঁচজন কর্মচারী
বেন্টলে কন্টিনেন্টাল জিটি, এস্টন মার্টিন ডিভিএস, ল্যাম্বরঘিনি হুরাকেন সহ ৯টি গাড়ি
২৪ ঘণ্টার জন্য ড্রাইভার
ছুটি কাটানোর সময় যে হোটেলে থাকবেন, যে রেস্তোরাঁয় খেতে যাবেন, এমনকি অন্যান্য যা যা সার্ভিস নেবেন সবকিছুরই বিল পরিশোধ করবে ক্লাব কতৃপক্ষ।
যাতায়াতের জন্য প্রাইভেট জেট
সোশ্যাল মিডিয়ায় সৌদি আরবকে প্রমোট করার জন্য প্রতি পোস্টের জন্য ৫ লাখ ইউরো রোজগার করবেন।
আরও পড়ুনঃ ভারত-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৩/এমএইচ