গতকাল অনুষ্ঠিত হওয়া এএফসি চ্যাম্পিয়নস লিগের ড্রতে ভারতের মুম্বাই এফসির সঙ্গে গ্রুপ ‘ডি’তে পড়েছে সৌদি আরবের আল হিলাল।
তাই বলাই যায়, সব কিছু ঠিকঠাক থাকলে মুম্বাইয়ের বিপক্ষে খেলতে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে ভারতে আসবেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
তবে মুম্বাই সিটি এফসির পক্ষ থেকে জানানো হয়েছে, সেই ম্যাচটি মুম্বাইয়ে হবে না। পরিকাঠামো সংক্রান্ত কারণে নিজেদের ‘হোম’ মুম্বাই ফুটবল অ্যারেনায় এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ আয়োজন করার কথা থাকলেও তাঁর পরিবর্তে পুনের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে এএফসি চ্যাম্পিয়নস লিগের ‘হোম’ ম্যাচ খেলবে মুম্বাই।
আল হিলাল, নাসাজি এবং নাভবাহরের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে খেলবে মুম্বাই সিটি। সেই পরিস্থিতিতে আল হিলালের ‘অ্যাওয়ে’ ম্যাচ খেলতে পুনেতে আসতে পারেন নেইমার।
বৃহস্পতিবার কুয়ালামপুরে এএফসি হাউসে এএফসি চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুযায়ী, এশিয়ার সেরা ক্লাব টুর্নামেন্টের গ্রুপ ‘ডি’তে সৌদির প্রো লিগের ক্লাব আল হিলাল, ইরানের প্রো লিগের এফসি নাসাজি মাজানদারান এবং উজবেকিস্তানের ক্লাব নাভবাহরের সঙ্গে পড়েছে মুম্বাই।
আরও পড়ুন : পিএসজির অধিনায়ক নির্বাচনে মাত্র একটি ভোট পেলেন এমবাপ্পে
ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৩/এমএইচ