গতকালই আল হিলাল কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে নেইমারের বিমান থেকে নামা ছবি পোস্ট করে লিখেছিলো, ব্রাজিলের ইতিহাসের জাদুকর পৌছে গিয়েছে । ওই ফেসবুক পোস্টে নেইমারকে স্বাগতমও জানিয়েছে তারা।
আজ শনিবার, দুপুর ১২টায় আল হিলাল তাদের ফেসবুকে আবারও কিছু ছবি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে স্টেডিয়াম সাজানো হয়েছে নেইমারের ছবি দিয়ে। যেখানে নেইমারের ছবি আঁকা রয়েছে এবং ইংরেজিতে লেখা ওয়েলকাম। তাই, ধারণা করা হচ্ছে আজই অভিষেক হতে যাচ্ছে নেইমারের।
আজ সৌদির আন্তর্জাতিক কিং ফাহাদ স্টেডিয়ামে প্রো লিগের ম্যাচে আল-ফেইহার মুখোমুখি হবে আল হিলাল। হয়তো এই ম্যাচেই অভিষেক হয়ে যেতে পারে ব্রাজিলিয়ান রাজপুত্রের।
সৌদি ক্লাবে যোগ দেয়ার পর থেকে নেইমারের আপ্যয়নে কোন কমতি রাখছে না আল হিলাল কতৃপক্ষ। বেতনের সঙ্গে বেশ বড় কিছু সুযোগ-সুবিধাও তারা দিচ্ছে নেইমারকে।
যার মধ্যে রয়েছে প্রাইভেট বিমান, গার্লফ্রেন্ড ব্রুনো ব্য়িনকার্দির সঙ্গে থাকা, কর্মচারীসহ বিশাল প্রাসাদ, ব্যাক্তিগত ৯টি গাড়ি, আল হিলালের প্রতি জয়ে বাড়তি ৮০ হাজার ইউরো বোনাসসহ আরও অনেক কিছু। এছাড়াও সৌদিকে প্রমোট করে কোনো পোস্ট বা স্টোরি দিলে প্রতি পোস্টে ৫ লাখ ইউরো করে উপহার পাবেন তিনি।
উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস ক্লাবের হয়ে খেলে বার্সেলোনায় পাড়ি জমান এই ব্রাজিলিয়ান পোস্টার বয়। ২০১৭ পর্যন্ত খেলেছেন সেখানে, করেছেন ১০৫টি গোল। জিতেছেন দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ।
২০১৭ তে রেকর্ড ট্রান্সফার ফিতে (২২ কোটি ইউরো) যোগ দেন পিএসজিতে। গত ৬ বছরে পিএসজির হয়ে খেলা ১৭৩ ম্যাচে তার গোলসংখ্যা ১১৮টি।
আরও পড়ুন : বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে ব্রাজিল দলে ফিরলেন নেইমার
ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৩/এমএইচ