Connect with us
ফুটবল

মাত্র ৪২ মিনিট খেলেই প্রায় ৩০ কোটি টাকা আয় নেইমারের

Neymar jr
মাত্র ৪২ মিনিট খেলেই ১০ কোটি ১০ লাখ ইউরো আয়

২০২৪ সালের পুরো পঞ্জিকাবর্ষে আল হিলালের জার্সিতে মাত্র দুই ম্যাচ খেলেছিলেন নেইমার। মাঠে ছিলেন মোটে ৪২ মিনিট। এই ৪২ মিনিট খেলেই ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার।

২০২৩ সালের গ্রীষ্মে ফরাসি ক্লাব পিএসজি থেকে নেইমারকে বিশাল অঙ্কে দলে ভেড়ায় সৌদি আরবের আল হিলাল। সেই থেকে পেরিয়ে গেছে ১৮ মাস। কিন্তু চোটের কারণে এই ১৮ মাসে আল হিলালের হয়ে মাত্র সাতটি ম্যাচে মাঠে নেমেছেন নেইমার।

Neymar 2

নেইমার ২০২৩ সালে আসেন সৌদি ক্লাব আল হিলালে

সম্প্রতি সৌদি ক্লাবটির হয়ে মাঠে ফিরে আবারও চোটে পড়েন নেইমার। তবে মাঠের বাইরে থাকলেও তাকে বেতন দেওয়া তো বন্ধ করতে পারেনি আল হিলাল।


আরও পড়ুন:

» চমক দেখালো বিসিবি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন আউট, ইমন ইন

» ফুটবল ক্লাবের মালিকানা কিনতে চান ভিনিসিয়ুস

» শেষ মুহূর্তের আক্ষেপে ইউরোপে খেলা হচ্ছে না ঋতু-সাবিনার


ফ্রান্সের সংবাদমাধ্যম ‘ফুট মেরকাটোর’ তথ্য অনুযায়ী, গত বছর ৪২ মিনিট খেলে ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। যার মানে প্রতি মিনিটের জন্য নেইমার পেয়েছেন প্রায় ২৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ কোটি টাকার ওপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয়, তাহলে এক সেকেন্ডের জন্য ৫০ লাখ টাকার বেশি করে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

Neymar

৪২ মিনিট খেলে বাংলাদেশি মুদ্রায় যা ৩০ কোটি টাকা পেয়েছেন নেইমার

‘এসিএল’ চোটের কারণে নেইমার এখন মাঠের বাইরে। শোনা যাচ্ছে, তার সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। নেইমার কোথায় যাবেন, তাও স্পষ্ট নয়। মাঝে ইন্টার মায়ামিতে মেসি–সুয়ারেজদের সঙ্গে যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও দলটির কোচ তা নাকচ করে দিয়েছেন।

নেইমার আল-হিলালে যোগ দেওয়ার পর মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছেন। ২০২৩ সালের অক্টোবরে তার এসিএল ছিঁড়ে যায়, এবং সুস্থ হওয়ার পর মাত্র দুটি ম্যাচ খেলেছেন। আল-হিলালের সাথে তার চুক্তি ২০২৫ সালের জুনে শেষ হবে।

ক্রিফোস্পোর্টস/১২জানুয়ারি২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল