Connect with us
ফুটবল

৫০২ দিন পর অপেক্ষার অবসান ঘটালেন নেইমার

Neymar junior in Santos FC
নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন ইনজুরি কাটিয়ে মাঠের ফুটবলে ফিরেছেন নেইমার জুনিয়র। এরপর সৌদির ফুটবল ছেড়ে পুনরায় শৈশবের ক্লাব সান্তোসে ফিরেন এই ব্রাজিলিয়ান তারকা। সেখানে ফিরেও তিন ম্যাচ এরই মধ্যে খেলে ফেলেছিলেন তিনি। আর সান্তোসের হয়ে চতুর্থ ম্যাচে খেলতে নেমে আজ দীর্ঘ অপেক্ষার এক অবসান ঘটালেন নেইমার।

এর আগে ২০২৩ সালের ৩ অক্টোবর সর্বশেষ বার গোলের দেখা পেয়েছিলেন নেইমার। এএফসি চ্যাম্পিয়নস লিগে নাসাজি মানজাদারানের বিপক্ষে আল হিলালের হয়ে জালে সেই বল জড়িয়েছিলেন তিনি। এরপর গেল দেড় বছরে গোলের দেখা পাননি এই ব্রাজিলিয়ান। অবশ্য ইনজুরির কারণে খেলার সুযোগই পাননি। এবার ৫০২ দিন পর এসে আবারও গোলের দেখা পেলেন নেইমার।

আজ সোমবার সান্তোসের হয়ে অ্যাগুয়া সান্তার বিপক্ষে এই গোল করেন তিনি। ম্যাচের শুরুতেই দলকে লিড এনে দেন নেইমার। এদিন ম্যাচের ১২ মিনিটে বক্সের ভেতর ড্রিবল করে ঢুকে পড়ার চেষ্টা করলে ফাউলের শিকার হন তিনি। ফলে পেনাল্টি আদায় করে সান্তোস। আর সেখান থেকেই গোল করে দলকে লিড এনে দেন নেইমার। তার গোলে শেষ পর্যন্ত ৩-১ গোলে ম্যাচ জিতেছে সান্তোস।


আরও পড়ুন:

» বিকালে বাংলাদেশের ম্যাচ, দেখে নিন দু’দলের স্কোয়াড

» টানা দ্বিতীয়বারের মতো শিরোপা উচিয়ে ধরল ব্রাজিল


এর আগে প্রায় বছর খানেকের মতো সময় মাঠের বাইরে থাকার পর হিলালের হয়ে মাঠে ফিরেছিলেন তিনি। তখন কিছু ম্যাচ খেলার পর আবারও ইনজুরিতে পড়েন এই ব্রাজিলিয়ান। এরপর ক্লাবটির পরিকল্পনা থেকে অনেকটাই দূরে সরে যান নেইমার

হিলালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে ব্রাজিল ফুটবলে সর্বোচ্চ গোলদাতা ফিরেছেন নিজের শৈশবের ক্লাব সান্তোস এফসিতে। প্রত্যাবর্তনের পর আজই প্রথম গোল করলেন নেইমার। মূলত ২৬ বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করতে বেশি বেশি ম্যাচ খেলার লক্ষ্যে এই দলে যোগ দেন তিনি।

ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল