দীর্ঘ এক বছর সময় ইনজুরি কাটিয়ে গত অক্টোবরে আল হিলালের জার্সিতে মাঠে ফিরেছিলেন নেইমার জুনিয়র। তবে প্রত্যাবর্তনটা সুখকর হয়নি এই ব্রাজিলিয়ান সুপারস্টারের। ফেরার কয়েকদিন পরেই পুনরায় ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান এই আল হিলাল তারকা। তবে বারবার চোটে পড়েও আশাহত হচ্ছেন না তিনি। পুনরায় মাঠে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন এই ৩২ বছর বয়সী ফরোয়ার্ড।
ইনজুরি থেকে অনেকটাই সেরে উঠেছেন নেইমার। ইতোমধ্যে মাঠের অনুশীলনে ফিরেছেন তিনি। গতকাল (রবিবার) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে শীঘ্রই মাঠে ফেরার ইঙ্গিত দেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে অনুশীলনের কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘কাজে ফিরেছি।’ অর্থাৎ অনুশীলনের মাধ্যমে পুনরায় মাঠে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন এই সুপারস্টার।
নেইমার পুরোপুরি সুস্থ না হলেও আগের চেয়ে এখন বেশ ভালো অবস্থানে আছেন। সম্প্রতি ফরাসি রেডিও স্টেশন আরএমসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার তার ইনজুরির অবস্থা জানিয়েছেন এবং দ্রুত মাঠে ফেরার কথাও জানিয়েছেন।
আরও পড়ুন:
» নতুন বোর্ডের অধীনে ফিরতে পারেন তামিম
» লিটনের ব্যাটিং নিয়ে চিন্তিত নির্বাচকরা, দেওয়া হতে পারে বিশ্রাম
ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা নিয়ে নেইমার বলেন, ‘আমি এখন আগের চেয়ে ভালো অনুভব করছি এবং অনেক ভালো অবস্থায় আছি। আমি ইতোমধ্যে মাঠে অনুশীলন শুরু করেছি। তবে এখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি। সৌভাগ্যক্রমে, ইনজুরিটি এখন বেশি গুরুতর নয়। আশাকরি আমি দ্রুতই মাঠে ফিরব।’
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার। এসিএল ইনজুরির কারণে এক বছর সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর চলতি বছরের অক্টোবরে আল হিলালের জার্সিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন নেইমার। ফেরার ম্যাচে খেলেন মাত্র ১৩ মিনিট।
এরপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে একই টুর্নামেন্টর আরেকটি ম্যাচ খেলতে গিয়ে আবারও ইনজুরিতে পড়েন নেইমার। বদলি খেলোয়াড় হিসেবে নেমে ২৯মিনিটেই ইনজুরিতে পড়েন এই নাম্বার টেন। তবে এই চোট আগের মতো গুরুতর না হওয়ার বেশিদিন মাঠের বাইরে কাটাতে হচ্ছে না তাকে।
নেইমার অনুশীলনে ফিরলেও এখনো তার একটি ছোটখাটো ইনজুরি রয়েছে। যার ফলে ফিরতে কিছুটা সময় লাগছে। তবে আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহেই মাঠে দেখা যেতে পারে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।
ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৪/বিটি