প্রতিটি ফুটবলারের একটি দুঃস্বপ্নের নাম ইনজুরি। আর এই দুঃস্বপ্নই বারবার সঙ্গী হয়ে যায় নেইমারের। ইনজুরি আর নেইমার যেন একে অপরের সাথে সম্পৃক্ত।
বুধবার (১৮ অক্টোবর) উরুগুয়ে এবং ব্রাজিলের মধ্যাকার ম্যাচে গুরুতর আঘাত পান নেইমার। এরপর ব্যথায় কাঁদতে শুরু করেছিলেন তিনি। খেলার পর নেইমারকে দেখা যায় ক্রাচে। মেডিক্যাল পরীক্ষার পর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে তার বাম পায়ের খারাপ পরিস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) তার ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে। সিবিএফ এক বিবৃতিতে জানায়, ‘ব্রাজিল ও সৌদি ক্লাব আল হিলালের স্ট্রাইকার নেইমার বুধবার ক্লিনিকাল এবং ইমেজিং পরীক্ষা করেছেন, যা তার বাম হাঁটুর অগ্রভাগে ক্রুসিয়েট লিগামেন্ট এবং মেনিস্কাস ফেটে যাওয়া ধরা পড়েছে।’
সিবিএফ জানিয়েছে নেইমার শিগগিরই অস্ত্রোপচার করবেন। ফলে দীর্ঘ পুনরুদ্ধারের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন তিনি। লিগামেন্ট ইনজুরি থেকে সেরে উঠতে সাধারণত ৬-১২ মাস সময় লাগে। ২০২৪ কোপা আমেরিকা শুরু হতে এখনও ৮ মাস বাকি। তাই এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তিনি কোপা আমেরিকা খেলতে পারবেন কি না। তার পুনরুদ্ধার প্রক্রিয়ার উপর নির্ভর করবে খেলতে পারবেন কি না।
২০১৪ বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে পিঠের সেই বিখ্যাত আঘাতের পর থেকে ইনজুরি তার পিছুই ছাড়ছে না। ইনজুরি কারণে এখন পর্যন্ত অনেকবার মাঠের বাইরে কাটিয়েছেন। তবে গত মঙ্গলবারের হাঁটুর আঘাতটা ছিল খুবই গুরুতর। এবারো অনেকদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে।
আরও পড়ুন: যারা বিশ্বাস করেন বিশ্বকাপে বাংলাদেশ বাকি ৬ ম্যাচ জিতবে
ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৩/এমটি/এজে