Connect with us
ফুটবল

দলবদলের মার্কেটে দাম কমার শীর্ষ দশে নেইমার

Neymar Jr
৩০ মিলিয়ন ইউরো কমে নেইমারের বর্তমান দাম ৪৫ মিলিয়ন ইউরো। ছবি- সংগৃহীত

হতাশা যেন পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ও তার অনুসারীদের। গেল বছরই ইনজুরিতে পড়ে কয়েক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন নেইমার। মিস করবেন ২০২৪ কোপা আমেরিকাও। এবার বছরের শুরুতেও আরও একটি হতাশাজনক খবর পেল নেইমার ও তার ভক্তরা।

জানুয়ারির প্রথম দিন থেকেই শীতকালীন দলবদল শুরু হয়। এরই মধ্যে ফুটবলারদের দাম নিয়ে তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ট্রান্সফার মার্কেট। এবার তারা দাম কমে যাওয়া শীর্ষ ১০ ফুটবলারেরও তালিকা প্রকাশ করেছে, যেখানে রয়েছেন ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার।

দলবদলে দাম কমার দিক থেকে শীর্ষ ৮ নম্বরে অবস্থান করছেন নেইমার। বর্তমানে তার দাম ৪৫ মিলিয়ন ইউরো যা আগের দামের থেকে ৩০ মিলিয়ন কম। তার দাম কমার ক্ষেত্রে যথেষ্ট কারণও রয়েছে। এবছর নেইমারের মাঠের পারফরম্যান্স তেমন ভালো ছিল না। তাছাড়া ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানোর কারণেও তার দাম অনেকটা কমে গেছে।

দাম কমার তালিকায় সবার ওপরে রয়েছেন নেইমারের জাতীয় দলের সতীর্থ ও ম্যানচেস্টার ইউনাইটেডর উইঙ্গার আন্তনি। ৪০ মিলিয়ন ইউরো কমে তার বর্তমান দাম ৩৫ মিলিয়ন ইউরো। এবছর আন্তোনিরও মাঠের পারফরম্যান্স ছিল ভুলে যাওয়ার মতো। এবছর রেড ডেভিলদের হয়ে ৩৩ ম্যাচ খেলে মাত্র ১ টি গোল পেয়েছেন এই ব্রাজিলিয়ান।

দাম কমেছে লিভারপুলের সাবেক ফুটবলার সাদিও মানেরও। তার দাম ৬০ মিলিয়ন ইউরো থেকে কমে ২০ মিলিয়ন ইউরোতে এসে দাঁড়িয়েছে। এছাড়া এই লিস্টে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডর আরেক ফুটবলার জাদোন সানচো।

এছাড়া এই লিস্টে আছেন বার্সেলোনা তারকা জোয়াও কানসেলো। ৭০ মিলিয়ন থেকে তার বর্তমান দাম এসে দাঁড়িয়েছে ৪০ মিলিয়ন ইউরোতে।

আরও পড়ুন: ২০২৪ সালে ব্রাজিল ও আর্জেন্টিনার সকল ম্যাচের সময়সূচি 

ক্রিফোস্পোর্টস/০২জানুয়ারি২৪/ এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল