রিয়াদ সিজন কাপে নিজেদের প্রথম ম্যাচে ইন্টার মায়ামিকে হারিয়েছিল সৌদির অন্যতম দুই ক্লাব আল-হিলাল এবং আল-নাসর। এবার সিজন কাপের শেষ ম্যাচে আল-হিলালের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে রোনালদোর আল-নাসর। এতে করে তিন ক্লাবের এই প্রীতি টুর্নামেন্টের শিরোপা অপরাজিত থেকেই জিতে নিল আল-হিলাল।
গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রিয়াদের কিংডম অ্যারেনায় রোনালদোর আল-নাসরের বিপক্ষে মাঠে নেমেছিল আল-হিলাল। প্রথম আর্ধেই দুই গোলের লিড পেয়ে যায় সৌদির টেবিল টপাররা। ম্যাচে ফেরার একাধিক চেষ্টা করেও সফলতা পায়নি রোনালদো এবং তার বাহিনী।
প্রীতি ম্যাচে এদিন শুরু থেকেই বল পজিশন ধরে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে দু’দল। তবে ম্যাচের মাত্র ১৭তম মিনিটে মিলিনকোভিক সাভিজের গোল থেকে লিড পেয়ে যায় আল হিলাল। ডি বক্সের মধ্য থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল নিখুঁত ফিনিশিংয়ে জালে জড়ান তিনি।
প্রথম আর্ধেই গোল ব্যবধান দ্বিগুণ করে জর্জ জেসুসের শিষ্যরা। ম্যাচের ৩০তম মিনিটে সালেম আল-দাউসারি করেন দারুন এক গোল। মাঝ মাঠ থেকে সত্যির্থের বাড়িয়ে দেওয়া বল বক্সের অনেকটা বাইরে পেয়ে যান তিনি। আল-নাসরের রক্ষণকে ফাঁকি দিয়ে বুদ্ধিদীপ্ত শটে ম্যাচের দ্বিতীয় গোল করেন দাউসারি।
ম্যাচে এরপর আরও দু’বার আল-নাসরের জালে বল জড়িয়েছিল হিলালের ফুটবলাররা। তবে প্রতিবারই তা কাঁটা পড়ে অফসাইডের ফাঁদে। গোল মুখে একাধিক বার শট নিয়েও সফলতা পাননি নাসরের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ পর্যন্ত ম্যাচে আর কোন গোল না হওয়ায় আল-হিলাল জিতে যায় ২-০ গোলে।
এতে করে পরপর দুই ম্যাচ জিতে রিয়াদ সিজন কাপের ট্রফি জিতে নিয়েছে আল-হিলাল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে তিন দল খেলেছে দুটি করে ম্যাচ। যার মধ্যে দুই ম্যাচে হেরে এই প্রীতি টুর্নামেন্টের তলানিতে থেকে শেষ করেছে মেসির ইন্টার মায়ামি। ১ জয় এবং ১ হারে দ্বিতীয় হয়েছে আল-নাসর।
আরও পড়ুন: সাফের নিয়মে না থাকলেও যে কারণে করা হলো যুগ্ম চ্যাম্পিয়ন
ক্রিফোস্পোর্টস/৯ফেব্রুয়ারি২৪/এফএএস