Connect with us
ফুটবল

বিশ্বকাপে ভালো করতে নেইমারকে প্রয়োজন, বললেন রদ্রিগো

Rodrigo talk about Neymar
নেইমারকে নিয়ে কথা বললেন রদ্রিগো। ছবি- সংগৃহীত

চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। তার অনুপস্থিতি বেশ ভালোভাবেই টের পাচ্ছে ব্রাজিল। গত বছর বিশ্বকাপ বাছাই পর্বে নেইমার বিহীন সেলেসাও দল জয় খরায় ভুগেছে বাজে ভাবে। সেই নেইমার দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবার তা মনে করিয়ে দিলেন তারই সতীর্থ রদ্রিগো।

এই রদ্রিগো হাল ধরেছেন বর্তমানে নেইমারের শূন্যস্থান পূরণের। তিনি মনে করেন আগামী বিশ্বকাপে ভালো করতে ব্রাজিল শিবিরে প্রয়োজন নেইমারের। গত বছর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়েই পায়ে চোট পান এই তারকা ফুটবলার। তারপর থেকেই মাঠের বাইরে তিনি।

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রিগো নেইমারের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘সবাই দেখতে পাচ্ছে, আমরা তাকে কতটা মিস করছি। সে আমাদের তারকা, সেরা ফুটবলার। আমরা যত তাড়াতাড়ি সম্ভব থাকে ফিরে পেতে চাই। সবার তাকে সাহায্য করতে হবে, বিশ্বকাপ জিততে আমাদের তাকে প্রয়োজন।’

আগামী দু’বছর পর যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে যাচ্ছে বিশ্বকাপ। এদিকে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকলেও দূর থেকে দলকে নিয়মিত সমর্থন জুগিয়ে গেছেন নেইমার। কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রে নিয়মিতই দেখা গেছে নেইমারকে। দলে না থাকলেও পেছনে থেকে নেতার ভূমিকাটা ঠিকই পালন করে গেছেন ব্রাজিল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।

চোট কাটিয়ে উঠতে দীর্ঘদিন যাবত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই তারকা ফুটবলার। ধারণা করা যাচ্ছে আগামী মাস খানেকের মধ্যেই পুরোদমে মাঠে দেখা যাবে নেইমার জুনিয়রকে। তাকে পুনরায় ফুটবল পায়ে জাদু করতে দেখতে মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।

আরও পড়ুন:  বিদেশি লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি মুর্তজা

ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল