Connect with us
ফুটবল

‘মেসির সমপর্যায়ে নেইমার, কিন্তু রোনালদোর থেকে ভালো’

Messi-Neymar-Ronaldo
রোনালদো-মেসি-নেইমার। ছবি- সংগৃহীত

ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোদের কয়েক বছর পরেই বিশ্ব ফুটবলে আবির্ভাব ঘটে নেইমার জুনিয়রের। বার্সেলোনা যোগ দেওয়ার পর মেসি-রোনালদোদের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছেন এই ব্রাজিলিয়ান তারকা। অনেকে তাকে মেসি-রোনালদোর পর এই প্রজন্মের তৃতীয় সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করে থাকেন।

তবে এবার এক ভিন্নধর্মী মন্তব্য করলেন ব্রাজিলের ক্লাব বোতাফোগোর প্রেসিডেন্ট ডারসেসিও মেলোর। তার মতে, নেইমার অনেকটা মেসির সমপর্যায়ের খেলোয়াড়, কিন্তু তিনি রোনালদো থেকে ভালো খেলোয়াড়।

এসেনহা অভিনেগ্রা নামের এক টকশোতে এসে এ প্রসঙ্গে মেলোর বলেন, ‘আমার দেখা তারকা খেলোয়াড়দের মধ্যে নেইমার অন্যতম সেরা। সে মেসির সমপর্যায়ের খেলোয়াড়। তবে সে ক্রিস্টিয়ানো রোনালদো থেকে ভালো। কিন্তু তার ক্যারিয়ারের এমন পরিণতির জন্য সে নিজেই দায়ী।’

আরও পড়ুন:

» আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

» মেসির কাছে যে কারণে ক্ষমা চাইলেন প্যারাগুয়ের ফুটবলার 

যদিও মেলোর এমন মন্তব্যকে ঘিরে পক্ষে-বিপক্ষের অনেক মতামত রয়েছে। তবে অর্জনের দিকটা নেইমারের চেয়ে রোনালদোকে বেশ এগিয়ে রাখে। ব্যক্তিগত অর্জনে নেইমারের চেয়ে অনেক এগিয়ে রোনালদো। এখন পর্যন্ত ৫বার বর্ষসেরা (ব্যালন ডি’অর) ফুটবলারের পুরস্কার জিতেছেন রোনালদো। যেখানে নেইমার এখনো ব্যালন ডি’অর ছোঁয়ার সুযোগ পাননি।

এছাড়া জাতীয় দল কিংবা ক্লাবের হয়ে গোল এবং দলীয় সাফল্য অর্জনেও নেইমারের চেয়ে বেশ এগিয়ে আছেন রোনালদো। তাই মেলোর এমন মন্তব্যকে ঘিরে সমালোচনাই বেশি হচ্ছে।

এ যুগের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় নেইমার। তবে ইনজুরি ও কিছু ভুল সিদ্ধান্ত তার ক্যারিয়ারের নেতিবাচক প্রভাব ফেলেছে। ক্যারিয়ারের শুরু থেকেই তার খেলার ধরনের কারণে নানারকম ইনজুরিতে পড়েছেন তিনি। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর আরও বেশি ইনজুরিপ্রবণ হয়ে পড়েন তিনি।

বয়স ৩০ পেরিয়েই ইউরোপ ছেড়ে সৌদি প্রো লিগের পাড়ি জমান নেইমার। যেখানে এ বয়সে ইউরোপ মাতিয়েছেন রোনালদো। বর্তমানে আল হিলালে যোগ দিয়েও স্বস্তিতে নেই এই ৩২ বছর বয়সী তারকা। দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর মাঠে ফিরে আবারও চোটে পড়েছেন তিনি। অন্যদিকে ৩৯ বছর বয়সী রোনালদো এখনো আল-নাসর ও পর্তুগালের জার্সিতে দুর্দান্ত সময় পার করছেন।

ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল