Connect with us
ফুটবল

শৈশবের ক্লাবে ফিরলেন নেইমার, জমকালো আয়োজনে পেলেন অভ্যর্থনা

Neymar jr back in Santos
সান্তোসে ফিরে অভ্যর্থনা পেলেন নেইমার। ছবি- সংগৃহীত

পুরনো ঠিকানায় আরও একবার ফিরে এলেন নেইমার জুনিয়র। ঘরের ছেলেকে ঘরে ফিরে পেয়ে যেন উচ্ছ্বসিত সান্তোস এবং ব্রাজিলের ফুটবলপ্রেমীরা। কেননা এবার থেকে নিয়মিতই ঘরের মাঠে দেখা যাবে প্রিয় তারকার খেলা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয় দফায় নিজের শৈশবের ক্লাবের সঙ্গে চুক্তি সম্পাদন করলেন এই ব্রাজিলিয়ান তারকা।

গতকাল শুক্রবার নিজের বিলাসবহুল জেট বিমানে করে সৌদি আরব থেকে সরাসরি সাও পাওলোতে পৌঁছান নেইমার। এরপর কিছু সময় বিশ্রামের পর হেলিকপ্টারে চড়েন সান্তোসের উদ্দেশ্য এগোন তিনি। ঘরের ছেলেকে বরণ করে নিতে এদিন সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে উপস্থিত ছিল প্রায় ২০ হাজার সমর্থক। জমকালো আয়োজনে অভ্যর্থনা জানানো হয় নেইমারকে।

প্রাথমিকভাবে সান্তোসের সঙ্গে ৬ মাসের চুক্তি হয়েছে এই ব্রাজিলিয়ান তারকার। আগামী জুন মাস পর্যন্ত দলটির সঙ্গে যুক্ত থাকবেন তিনি। অবশ্য গুঞ্জন রয়েছে সেই মেয়াদ পরবর্তীতে বাড়তে পারে আরও। 

এদিন ভক্তদের সামনে দাঁড়িয়ে নেইমার বলেন, ‘কিশোর বয়সে আমি প্রথমবার এখানে এসেছিলাম, সামনে ছিল হাজারো স্বপ্ন। ভিলা বেলমিরো আমাকে স্বাগত জানিয়েছিল এবং সানন্দেই এখানে বেড়ে উঠি আমি। সান্তোস আমাকে বিশ্বের সঙ্গে পরিচয় করে দিয়েছিল, তবে আমার হৃদয় পড়ে ছিল এখানেই। তোমাদের সঙ্গে অতীতের সকল স্মৃতি আমার এখনও স্মরণে আছে।’


আরও পড়ুন:

» বিপিএল খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেলেন পাকিস্তানি

» বিপিএলে লিগ পর্বের শেষ দিনের ম্যাচসহ আজকের খেলা (১ ফেব্রুয়ারি ২৫)


পেলের অনুরোধ রক্ষায় আবারও এখানে ফিরে আসার কথা উল্লেখ করেন তিনি, ‘আমি সবসময়ই এখানে ফিরতে আসতে চেয়েছি। ফুটবল রাজা পেলের অনুরোধ আমার কাছে আদেশ। রাজত্ব ও মুকট আপনারই থাকবে, কারণ আপনি চিরন্তন। কিন্তু ১০ নম্বর জার্সি পরা অনেক সম্মানের। যেটি বিশ্বে অন্যরকম মহৎ কিছুর প্রতিনিধিত্ব করে। আমি আপনার লিগ্যাসি ধরে রাখতে নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব কিং।’

এর আগে নেইমারকে বরণ করে নিতে গিয়ে সন্তোস কর্তৃপক্ষ বলেছিল, ‘দ্য প্রিন্স ইজ ব্যাক।’ এদিন প্রায় তিন ঘন্টা যাবৎ চলমান ছিল জমকালো আলোকসজ্জায় আয়োজিত সেই অভ্যর্থনা অনুষ্ঠান। এক ফেসবুক পোস্টে নিজের তিন সন্তানের সঙ্গে সান্তোসের জার্সি পরিহিত ছবি প্রকাশ করেছেন নেইমার জুনিয়র। এছাড়া ভক্তদের সামনে ফুটবল পায়ে নিজের কারিকুরিও দেখান এই ব্রাজিলিয়ান। 

উল্লেখ্য, নেইমার জুনিয়রের ফুটবলে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় এই সান্তোসে। শৈশবে এখানেই ২০০৩-২০০৯ পর্যন্ত বয়সভিত্তিক ফুটবল খেলেছেন তিনি। এরপর ২০০৯ সালে ক্লাবটির মূল দলে জায়গা করে নেন নেইমার। তবে এরপর বিভিন্ন ক্লাব ঘরে সর্বশেষ সৌদিতে পাড়ি জমিয়েছিলেন তিনি। অবশ্য আসন্ন ফিফা বিশ্বকাপের কথা মাথায় রেখে নিজের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে আল হিলাল ছেড়ে সান্তোসে ফিরছেন নেইমার। কেননা ইনজুরি জর্জরিত এই তারকাকে আর খেলাতে চাইছিল না হিলাল।

ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল