Connect with us
ফুটবল

বার্সেলোনার হয়ে ইউরোপে ফিরতে চান নেইমার!

Neymar wants to return to Europe with Barcelona
নেইমার জুনিয়র। ছবি- সংগৃহীত

সবশেষ শীতকালীন দলবদলে আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে পাড়ি জমিয়েছেন নেইমার জুনিয়র। চলতি মৌসুমের বাকি সময়টা এখানে কাটিয়ে ইউরোপে ফিরতে চান তিনি। পুনরায় সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে খেলতে চান এই তারকা। আগামী গ্রীষ্মকালীন দলবদলে পুনরায় বার্সেলোনায় পাড়ি জমাতে চান এই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। তার ক্লাব ক্যারিয়ারের সোনালি সময় পার করেছেন এই বার্সেলোনার জার্সিতে। তবে চার মৌসুম কাটিয়ে ২০১৭ সালে কাতালান ক্লাবটির সঙ্গে সম্পর্কের ইতি টেনে ফরাসি জায়ান্ট পিএসজিতে পাড়ি জমান এই তারকা।

পিএসজিতে এসে ছয় মৌসুম খেলেছেন নেইমার। ২০২৩ সালের গ্রীষ্মে এই ফরাসি জায়ান্টদের বিদায় জানিয়ে দেন তিনি। তবে এ যাত্রায় ইউরোপ ছেড়ে পাড়ি জমান সৌদি আরবের ক্লাব আল হিলালে। তবে সেখানে গিয়ে খুব বেশি সুবিধা করতে পারেননি। ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরেই কাটিয়েছেন। দেড় মৌসুমে কেবল ৭ ম্যাচ খেলতে পেরেছেন এই তারকা।


আরও পড়ুন:

» রেকর্ড গড়ে আমলার পাশে বাবর, পেছনে ফেললেন কোহলিকে

» রং হারাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, ছিটকে গেলেন আরও একজন


আল হিলাল ছেড়ে ছয় মাসের চুক্তিতে স্বদেশী ক্লাব সান্তোসে পাড়ি জমিয়েছেন নেইমার। অর্থাৎ চলতি মৌসুমের বাকি সময়টা এখানেই কাটাবেন তিনি। তবে কাতালান রেডিও কাদেনা সের-এর দাবি, মূলত বার্সেলোনায় ফেরার প্রস্তুতির অংশ হিসেবেই সান্তোসে খেলছেন নেইমার। এইখানে খেলেই নিজেকে ইউরোপের জন্য প্রস্তুত করতে চান এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

কাদেনা সের-এক প্রতিবেদনে বলছে, সান্তোসের জার্সিতে নিজের পুরোনো ছন্দ ফিরে পেতে চান নেইমার। ব্রাজিলে নিজের পরিবার ও বন্ধুদের কাছাকাছি থেকে পুনরায় নিজেকে গড়ে তোলার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি ইউরোপে ফেরার জন্য ইউরোপীয় ক্লাবগুলোর নজর কাড়ার চেষ্টা করছেন এই তারকা। তবে তার মূল লক্ষ্য নিজের পুরোনো ক্লাব বার্সেলোনার হয়ে পুনরায় মাঠে নামা।

ইনজুরি কাটিয়ে ফেরার পর এখনো সেরা ছন্দের খোঁজে নেইমার। পুনরায় সান্তোসে যোগ দিয়ে ৩ টি ম্যাচ খেলেছেন তিনি। তবে এখনো কোনো গোল কিংবা অ্যাসিস্টের দেখা পাননি এই ফরোয়ার্ড।

ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল