Connect with us
ফুটবল

এক ফ্রেমে নেইমার-ইয়ামাল, যেভাবে হলো ইচ্ছেপূরণ

Lamine Yamal finally gets picture with Neymar
শৈশবের আইডল নেইমারকে কাছে পেয়েছেন ইয়ামাল। ছবি- সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর ইচ্ছাপূরণ হয়েছে বার্সেলোনার উদীয়মান তারকা লামিন ইয়ামালের। অবশেষে শৈশবের কাঙ্ক্ষিত তারকা নেইমার জুনিয়রের সঙ্গে দেখা হয়েছে ফুটবলের এই তরুণ তুর্কীর। গ্লোবাল সকার অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠানে বার্সেলোনার সাবেক তারকা নেইমারের সঙ্গে সাক্ষাতের সেই মুহূর্ত উপভোগ করেছেন বার্সেলোনার বর্তমান তারকা লামিন ইয়ামাল।

সম্প্রতি আয়োজিত হয়েছে গ্লোবাল সকার অ্যাওয়ার্ড-২০২৪। যেখানে স্প্যানিয়ার্ড অনুষ্ঠানে বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরষ্কার জিতেছেন বার্সেলোনার এই ফুটবলার। এ দিন শুধু পুরষ্কারই জেতেননি বরং তার শৈশবের সেই আইডলকেও কাছে পেয়েছেন তিনি। শৈশবের আইডলকে কাছে পেয়ে সেই মুহূর্তটা স্মরণীয় করে রাখতে ভুলেননি ইয়ামাল। অনুষ্ঠানের মাঝে নেইমারের সঙ্গে দেখা করে মেতেছেন গল্প-আড্ডায়। এছাড়াও সুন্দর এই মুহূর্তটাকে করেছেন ফ্রেমবন্দী।

নেইমারের সঙ্গে এমনভাবে ছবি তুলতে পারাটা ইয়ামালের জন্য ছিল দীর্ঘ কাঙ্খিত একটি চাওয়া, যা অবশেষে পূরণও হয়েছে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের একাউন্টে নেইমারের সঙ্গে পোজ দিয়ে তোলা ছবি পোস্টও করেছেন উদীয়মান এই তারকা।


আরও পড়ুন :

» নতুন বছরে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ব্রাজিল, ম্যাচ কবে?

» বিপিএল মাতাতে সিলেট স্ট্রাইকার্সে যোগ দিলেন ক্যারিবিয়ান তারকা


এসময় ছবি পোস্ট করে ১৭ বছর বয়সী এই তারকা ক্যাপশনে নিজের অভিব্যক্তিও জানান। তিনি জানান, ছোটবেলা থেকেই নেইমার জুনিয়রের অনেক বড় ভক্ত ছিলেন। তার ফুটবলে নিজেকে মেলে ধরার পেছনে লিওনেল মেসির চেয়ে নেইমারের খেলা বেশি প্রভাব ফেলেছে বলে স্বীকার করেন ইয়ামাল।

এসময় নেইমারের খেলা দেখা নিয়ে লামিন ইয়ামাল নিজের শৈশবের স্মৃতিচারণ করতেও ভুলেননি। শৈশবের স্মৃতিচারণ করে তিনি জানান, শৈশবে নেইমারের খেলা দেখতে তিনি বন্ধুর বাড়িতে যেতেন এবং বন্ধুর বাড়িতে গিয়ে ব্লাউগ্রানার জন্য নেইমারের খেলার হাইলাইটস ভিডিও দেখতেন। নেইমারের খেলার ধরণ এবং ট্রিকসগুলো অনুসরণ করতেন।

নেইমারের এতো বড় ভক্ত হওয়ার পরও এর আগে তার সঙ্গে দেখা করার সুযোগ হয়নি ১৭ বছর বয়সী এই ফুটবলারের। তবে স্প্যানিয়ার্ড পুরষ্কার শো’তে নেইমারের সঙ্গে কথা বলা ও যোগাযোগ করার সুযোগ পেয়ে কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুলেননি লামিন ইয়ামাল

কয়েকবছর আগেই নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিল। তবে নেইমার পিএসজিতে যাওয়ার আগে বার্সেলোনার হয়ে যতটা প্রভাব ফেলেছেন তার থেকে অনেক কম সময়ে অনেক বেশি প্রভাব ফেলতে শুরু করেছেন তারই অনুসারী লামিন ইয়ামাল। ইতোমধ্যেই বার্সেলোনার হয়ে নিজের প্রতিভা ও দক্ষতা দেখাতে শুরু করেছেন এই তরুণ স্প্যানিশ তারকা। বার্সার জার্সিতে ৭৩ ম্যাচ খেলে ইতোমধ্যে ৩৪টি গোল করেছেন লামিন।

ক্রিফোস্পোর্টস/২৯ডিসেম্বর২৪/এসআর/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল