এশিয়ার চ্যাম্পিয়নস লিগ খ্যাত এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বাজে অভিষেক হলো নেইমারের। সৌদি ক্লাব আল-হিলালের জার্সিতে মাঠে নেমে গোল তো পাননি, উল্টো খেয়েছেন একটি হলুদ কার্ডও। জেতেনি তার দলও। উজবেকিস্তানের ক্লাব নাবভাহোরের বিরুদ্ধে ১-১ গোলে ড্র হয়েছে আল হিলালের ম্যাচটি।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঘরের মাঠে প্রথম ২০ মিনিটে তিনটি সফল আক্রমণ চালায় আল হিলাল। তবে গোল থেকে বঞ্চিত থেকে যায়। বারবার ব্যর্থ হওয়ায় গোল পায়নি কোনো দলই। বিনা গোলেই যায় বিরতিতে।
ফিরে এসে ম্যাচের ৫২ মিনিটে গোল পায় নাভবাহোর। তোমা তাবাদজের ডান পায়ের শট সাঁই করে ঠাঁই নেয় নেইমারদের জালে। ১-০ গোলে পিছিয়ে পড়ে আল-হিলাল। এর তিন মিনিট পর গোলের সুযোগ মিস করে নেইমাররা।
নেইমারের ক্রস পেয়েও মিস করেন মিডফিল্ডার রুবেন নেভেস। গোলের দেখা না পেয়ে মেজাজ হারিয়ে ৬০ মিনিটে ধাক্কা দিয়ে ফাউল করেন নেইমার। তাতে দেখতে হয় হলুদ কার্ড। প্রায় হারের মুখে থাকা আল হিলাল রক্ষা পায় অতিরিক্ত সময়ে।
নেইমারদের স্ট্রাইকার ডেলগাডোর ক্রস থেকে হেডে নাভবাহোরের জালে বল পাঠান ডিফেন্ডার আলী আল-বুলাইহি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। এএফসি কাপের গ্রুপ ডি’তে আল হিলালের সঙ্গে আরও আছে ইরানের ক্লাব নাস্সাজি ও ভারতের মুম্বাই এফসি।
আরও পড়ুন: রোনালদো-মেসি-নেইমারকে ছাড়াই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৩/এজে