বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের সঙ্গে সময়টা দারুণ কাটছিলো নেইমারের। তবে হঠাৎ করেই বার্সা ছাড়ার সিদ্ধান্ত নেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ২০১৭ সালে রেকর্ড মূল্যে মেসিদের ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমান এই ব্রাজিলিয়ান নাম্বার টেন।
তবে হঠাৎ করে নেইমারের এভাবে ক্লাব ছেড়ে যাওয়া নিয়ে আলোচনা কম হয়নি। বিশেষ করে বার্সেলোনার মতো ইউরোপীয় জায়ান্ট দল যেখানে খেলার স্বপ্ন দেখেন অনেক ফুটবলাররা, সেই ক্লাবে দারুণ সময় পার করার পরও নেইমারের পিএসজিতে পাড়ি জমানো মানতে পারেননি অনেকেই।
নেইমারকে রেকর্ডগড়া ২২ কোটি ২০ লাখ ইউরোতে কিনে নিয়েছিল পিএসজি। আর এই ফরাসি ক্লাবটিতে বার্সেলোনার চেয়ে তার বেতনও ছিল অনেক বেশি। তাই তার ক্লাব ছাড়ার কারণ নিয়ে সে সময় অর্থের প্রসঙ্গও চলে আসে। অনেকেই বলেন, টাকার লোভেই পিএসজিতে পাড়ি জমান নেইমার!
আরও পড়ুন:
» নতুন উচ্চতায় সৈকত, এবার থাকছেন ভারত-অস্ট্রেলিয়ার টেস্টে
» চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ : বাংলাদেশের ম্যাচ কবে কখন?
তবে বিভিন্ন গণমাধ্যম কিংবা ফুটবল নেটিজেনদের মাঝে ভিন্ন ধারণাও ছিল। অনেকেই মনে করতেন, বার্সেলোনায় মেসির আড়ালে ছিলেন নেইমার। সেখানে মেসিকে নিয়েই আলোচনা বেশি হতো। আর এ কারণে মেসির ছায়া থেকে বেরিয়ে একাই নতুন চ্যালেঞ্জ নিতে পিএসজিতে পাড়ি জমান এই ব্রাজিলিয়ান তারকা।
তবে ঠিক কি কারণে নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান তা সবারই অজানা। এ নিয়ে ফুটবল সমর্থকদের মাঝে এখনো তর্ক-বিতর্ক চলেই থাকে। তবে এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন নেইমারের বাবা নেইমার সিনিয়র। সবার ধারণা উড়িয়ে দিয়ে নেইমারের ক্লাব ছাড়ার মূল কারণ জানিয়েছেন তিনি।
মূলত মেসির ছায়াতল থেকে বেরোতে নয়, বার্সায় মেসির জায়গা না নিতেই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নেইমার। সম্প্রতি ‘জোতা জোতা’ পডকাস্টে এমনটাই জানিয়েছেন নেইমারের বাবা। তাছাড়া ক্লাব ছাড়ার সিদ্ধান্ত একান্ত তারই ছিল বলে জানান তিনি।
নেইমার সিনিয়র বলেছেন, ‘বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত ছিল তার(নেইমার)। সে ক্লাব পাল্টাতে চেয়েছিল। তখন আমরা খুব জটিল পরিস্থিতিতে ছিলাম। আমরা জানতাম না ক্লাব কর্তৃপক্ষ নেইমারকে নিয়ে কী ভাবছে। আমাদের মনে হচ্ছিল, মেসির জায়গায় নেইমারকে চাচ্ছিল ক্লাব। কিন্তু এমনটা সে চায়নি। তাই সে ক্লাব ছেড়ে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমি তাকে বার্সাতেই রাখতে চেয়েছিলাম। কিন্তু বার্সায় সে মেসির জায়গা নিতে চায়নি এবং বার্সার সবচেয়ে বড় তারকা হতে চায়নি। তাই ক্লাব ছেড়েছিল।’
তাছাড়া বার্সেলোনার প্রতি নেইমারের ভালোবাসাও ছিল অনেক। বার্সায় যোগ দেওয়ার আগে তার জন্য রিয়াল মাদ্রিদের বড় প্রস্তাবও ছিল। কিন্তু এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বার্সাকেই বেছে নেন বলে জানিয়েছেন তার বাবা।
নেইমারের বাবা বলেন, ‘আমার হাতে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ– দুই ক্লাবেরই প্রস্তাব ছিল। আর বার্সার চেয়ে রিয়ালের প্রস্তাব ছিল তিন গুণ বেশি। তবে সে বার্সেলোনার হয়ে খেলতে চেয়েছিল। সেখানে খেলাই ছিল তার স্বপ্ন।’
উল্লেখ্য, ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। সেখানে ৬ মৌসুম কাটিয়ে ২০২৩ সালে ইউরোপ ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন তিনি। তবে সেখানে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। ইনজুরির কারণে বেশিরভাগ সময় কাটিয়েছেন মাঠের বাইরে। এবার এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে আল হিলাল ছেড়ে নতুন কোনো ক্লাবে যাওয়ার গুঞ্জনও উঠেছে।
ক্রিফোস্পোর্টস/২৪ডিসেম্বর২৪/বিটি