র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে ব্যাট হাতে ভালো অবদান রেখেছিলেন জ্যোতি। সেই অবদানেরই ফলস্বরূপ আইসিসির র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ নভেম্বর) হালনাগাদকৃত নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আইসিসির প্রকাশিত এই নতুন র্যাঙ্কিংয়ে ওয়ানডেতে পাঁচ ধাপ এগিয়েছেন জ্যোতি। আয়ারল্যান্ডের লরা ডেলানির সঙ্গে সমান ৪৮৮ পয়েন্ট নিয়ে ২৮ তম স্থানে উঠে এসেছেন তিনি।
সম্প্রতি ঘরের মাঠে ওয়ানডে সিরিজে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় লাভ করে টাইগ্রেসরা। এই জয়ে বাংলাদেশেকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন জ্যোতি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জ্যোতিরা।
দ্বিতীয় ম্যাচে ৫৪ রানের ইনিংসের পাশাপাশি সুপার ওভারে শেষ বলে চার মেরে দলকে দারুন এক জয় এনে দেন এই অধিনায়ক। এছাড়া শেষ ম্যাচেও ১৮ রান করে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি।
নিগার সুলতানার পাশাপাশি র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের আরেক ব্যাটসম্যান ফারজানা হক পিংকি। নতুন র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৬ তম স্থানে উঠে এসেছেন এই ওপেনিং ব্যাটার । পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতে ১১০ রান করেছিলেন এই ব্যাটিং স্পেশিয়ালিস্ট।
আরও পড়ুন: ভারত-নিউজিল্যান্ড ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন ডেভিড বেকহাম!
ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৩/এমটি