ডোপিং আইন লঙ্ঘনের অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার নিরোশান দিকভেলা। শুক্রবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
গত জুলাইয়ে অনুষ্ঠিত হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসর। সদ্য সমাপ্ত এই টুর্নামেন্টের রানার্সআপ গল মার্ভেলসের নেতৃত্বে ছিলেন দিকভেলা। তবে টুর্নামেন্ট চলাকালে ক্রিকেটারদের অ্যান্টি-ডোপিং পরীক্ষা নেওয়া হয়। তবে সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেননি। ডোপ টেস্টে পজিটিভ হয়ে অনির্দিষ্টকালের জন্য বাইশ গজে ফিরতে পারবেন না এই ৩১ বছর বয়সী ক্রিকেটার।
এক বিবৃতিতে এসএলসি জানায়, ‘নিরোশান দিকভেলা ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় অবিলম্বে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।’
আরও পড়ুন:
» পাকিস্তান শাহিনসের বিপক্ষে ড্র করল মুশফিকরা
» বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচ শঙ্কার মুখে!
সেখানে আরও বলা হয়ে, ‘এলপিএল চলাকালে শ্রীলঙ্কার অ্যান্টি-ডোপিং এজেন্সি (স্লাডা) তার ডোপ টেস্ট করে। খেলোয়াড়রা যাতে সততা বজায় রেখে খেলা চালিয়ে যেতে পারে সেজন্য এই পরীক্ষা করা হয়। বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সির নীতিমালা অনুসারে এই কার্যক্রম পরিচালিত হয়, যেখানে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ও সমন্বয় করে। ক্রিকেটকে যেকোনো ধরনের নিষিদ্ধ পদার্থের প্রভাবমুক্ত রাখাটাই ছিল এর লক্ষ্য।’
জাতীয় দলে অনেকটা অনিয়মিত দিকভেলা। সবশেষ লঙ্কানদের জার্সিতে প্রতিনিধিত্ব করেছিলে ২০২৩ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। সেবার আশানুরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ হওয়ায় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৪/বিটি