গতকাল বুধবার বিকালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পিএসএলের নিলাম শুরু হয়। কয়েক ঘন্টা ধরে চলে এ নিলাম।
নিলামে ছয় ক্যাটাগরিতে ক্রিকেটারদের দাম ডাকা হয়। পরে বিদেশি ও পাকিস্তানি মিলিয়ে মোট ৪০ খেলোয়াড়কে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিগুলো। এদিন নিলাম শেষে লিগের দলগুলো তাদের স্কোয়াড চূড়ান্ত করেছে। পিএসএলের নিলামে বিভিন্ন ক্যাটাগরিতে সাত বাংলাদেশি ক্রিকেটারের নামও ছিল। তবে তাদের কাওকেই দলে নেয়নি ফ্র্যাঞ্চাইজিগুলো।
পিএসএলের ড্রাফটে মোট ৪৯৩ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছিল। যেখানে ২১ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম ছিল। এর মধ্যে সবথেকে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন শুধুমাত্র সাকিব। যেখানে তার ভিত্তিমূল্য ছিল প্রায় দেড় কোটি টাকা। তবে দুইদিন আগে এ তালিকা থেকে নাম প্রত্যাহার করেন তিনি।
এছাড়াও টাইগার ক্রিকেটারদের মধ্যে ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন- মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। এই খেলোয়াড়দের ভিত্তিমূল্য ছিল প্রায় ৬৬ লাখ টাকা।
আগামী ১৭ ফেব্রুয়ারি পিএসএলের নবম আসরের পর্দা উঠবে। এবারের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি, করাচি, লাহোর ও মুলতানে। এরপর ১৭ মার্চ করাচিতে টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: টেস্ট র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন মুশফিক, মিরাজের উন্নতি
ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর২৩/এমএ