নারী আইপিএলের (ডব্লিউপিএল) দ্বিতীয় আসর শুরু হবে আগামী বছর। এ উপলক্ষে গতকাল মুম্বাইয়ে ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হয়েছে। এদিন নিলামে দল পাননি কোনো বাংলাদেশ ক্রিকেটার।
ডব্লিউপিএলের দ্বিতীয় আসরের জন্য ১৬৫ জন ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। এই তালিকায় ছিল বাংলাদেশের নারী ক্রিকেটার পেসার মারুফা আকতার ও স্পিন অলরাউন্ডার রাবেয়া খানের নাম। তাদের ভিত্তি মূল্য ছিল ভারতীয় রুপিতে ৩০ লাখ। নিবন্ধন থাকলেও দুই ক্রিকেটারের নাম নিলামে তোলাই হয়নি।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত না হয়েও সর্বোচ্চ ২ কোটি রুপিতে বিক্রি হয়েছেন ভারতের কাশভি গৌতম। এই পেস বোলিং অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে গুজরাট জায়ান্টস।
আরেক অনাভিষিক্ত ভারতীয় ব্যাটসম্যান ব্রিন্দা দিনেশ বিক্রি হয়েছেন ১ কোটি ৩০ লাখ রুপিতে। তিনি খেলবেন ইউপি ওয়ারিয়র্সের হয়ে।
অপর দিকে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপিতে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডের। তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ১ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে দক্ষিণ আফ্রিকান পেসার শাবনিম ইসমাইলকে দলে ভিড়িয়েছে মুম্বাই।
উক্ত নিলামে আইসিসির সহযোগী সদস্য দলের ১৫ জন ক্রিকেটারের নাম ছিল। তবে সেখান থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ক্যাথরিন ব্রাইস। গুজরাট ১০ লাখ রুপি দিয়ে স্কটল্যান্ডের এই ক্রিকেটারকে দলে নিয়েছে।
গত নিলামের প্রথম ডাকে ৩ কোটি ৪০ লাখ রুপিতে ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানাকে দলে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিনিই নারীদের আইপিএল ইতিহাসের সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া ক্রিকেটার।
আরও পড়ুন: যে রেকর্ড চাননি তাই এলো মুশফিকের কাঁধে!
ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৩/এমএ