ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করে বাংলাদেশ নারী দল। কিন্তু বৃষ্টির বাধায় সিরিজ পণ্ড হয়ে গেছে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুটিই বৃষ্টিতে ভেসে গেছে। বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ম্যাচটি মাঠে গড়ায়, সেই ম্যাচটি ৫৮ রানে হেরে যায় টাইগ্রেসরা। এমন লণ্ডভণ্ড সিরিজে নতুন করে সূচি বানিয়ে এতে আরও একটি ওয়ানডে ম্যাচ যোগ করেছিল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। সেই ম্যাচটি আগামী রবিবার মাঠে গড়ানোর কথা ছিল।
তবে নতুন তথ্য হলো-চতুর্থ এ ম্যাচের অনুমোদন দেয়নি আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক-আইসিসি। এর ফলে তিন ম্যাচ ধরেই ওয়ানডে সিরিজ সমাপ্ত হয়েছে। ফলে সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিয়েছে শ্রীলঙ্কা।
বাড়তি ম্যাচের জন্য যে কারণে অনুমোদন দেয়নি আইসিসি
আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের আওতার মধ্যে ছিল এই তিনটি ওয়ানডে ম্যাচ। যে কারণে বাড়তি ম্যাচ খেলার বিষয়টি আইসিসি বাতিল করে দিয়েছে। আইসিসি জানিয়েছে, চ্যাম্পিয়নশিপের সিরিজে কোনও পরিবর্তন করার নিয়ম নেই।
বাংলাদেশ নারী দলের ম্যানেজার এস এম গোলাম ফাইয়াজ বলেন, নতুন সূচিতে ৭মে যে ওয়ানডে ম্যাচটি হওয়ার কথা ছিল সেটি আর হচ্ছে না। তাই ওয়ানডে সিরিজটি ৩ ম্যাচেই শেষ করতে হচ্ছে।
টি-টোয়েন্টি সিরিজেও বৃষ্টির শঙ্কা
লঙ্কানদের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও বৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। সূচি অনুসারে আগামী ৭মে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ম্যাচ মাঠে গড়ানোর কথা রয়েছে। আর ৯মে সিংহলিজ ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে প্রথম ম্যাচ। বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১২ মে।
আরও পড়ুন: আয়ারল্যান্ড সিরিজ কেন বাড়তি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ, জানালেন মিরাজ
ক্রিফোস্পোর্টস/৫মে২৩/এসএ