Connect with us
অন্যান্য

ক্রীড়া সংস্থায় দুই মেয়াদের বেশি কেউ থাকতে পারবে না – ক্রীড়া উপদেষ্টা

asif mahmud bhuyan
মতবিনিময় সভায় আসিফ মাহমুদ। ছবি - সংগৃহীত

জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে খেলোয়াড়, কোচ, রেফারি ও সংগঠকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ (শুক্রবার) বিকালে ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্তরের ২৬ জন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এসময় ক্রীড়াঙ্গনের ব্যক্তিদের সাথে মতামত বিনিময় শেষে বক্তব্য রাখেন ক্রীড়া উপদেষ্টা।

৫ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেন। সেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দায়িত্ব নেওয়ার পর তিনি ক্রীড়াঙ্গনের নানা অনিয়মের বিষয় লক্ষ্য করেন। এসময় তিনি জাতীয় ক্রীড়া পরিষদকে ফেডারেশনগুলোর জন্য আলাদা নিয়ম-নীতির নির্দেশনা তৈরি করতে বলেন। এনডিসি অর্থাৎ জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক সেই নির্দেশনা তৈরি
হচ্ছে। সেই সম্পর্কে আসিফ মাহমুদ বলেন, ‘ ক্রীড়াঙ্গনের কোনো ফেডারেশনে একজন ব্যক্তি একই পদে দুই মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। তবে সংস্থার উন্নয়নে বা প্রয়োজনে সে অন্য দায়িত্ব পালন করতে পারবে।’

সরাসরি না বললেও ক্রীড়া উপদেষ্টা ইঙ্গিত করে বলেন,’ফেডারেশনগুলোতে আগে যেমন বছরের পর বছর একজন ব্যক্তি একই চেয়ার আঁকড়ে ধরে রাখতেন এমন বিষয়টা আর হবে না।’

এসময় তিনি বলেন, ‘অনেকে ফেডারেশনের পদকে নিজেদের ব্যক্তিগত ক্ষমতার অংশ মনে করেন। সেটাকে বন্ধ করতে আমরা কাজ করছি।’

বরাবরই দেশের ক্রীড়াঙ্গনে রাজনীতির একটা কালোছাঁয়া ছিলো যা দূরীকরণে কাজ করছে ক্রীড়া উপদেষ্টা। এসময় আসিফ মাহমুদ বলেন, ‘আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতির প্রভাবমুক্ত করতে চেয়েছি। একজন ব্যক্তি রাজনীতি করতেই পারে কিন্তু সেটার প্রভাব যেন ক্রীড়াঙ্গনে না পড়ে সেটা মনে রাখতে হবে সকলকে।’

দেশের অধিকাংশ ফেডারেশনগুলো আর্থিকভাবে দুর্বল সেসকল ফেডারেশনগুলোকে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে দৃঢ়প্রতিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা।

এসময় তিনি বলেন, ‘আমরা ফেডারেশনগুলো বাজেট ও স্পন্সর বৃদ্ধিতে কাজ করবো। সেই সঙ্গে ফেডারেশনগুলোর আর্থিক দুর্নীতি কমাতে মন্ত্রনালয়ের কাছে নিয়মিত রিপোর্ট করতে করতে হবে।’

এসময় উপস্থিত অনেকে নিজেদের মতামত তুলে ধরতে চাইলেও পারেননি। এসময় একজন মাইক নিয়ে জোর করে কথা বলতে চাইলে কিছুটা হট্টগোলের সৃষ্টি হয়। তখন আফিস মাহমুদ বলেন, ‘খেলাধুলা আমাদের শৃঙ্খলা শেখায়। যা আমাদের ব্যক্তিজীবনেও পালন করা উচিত। কিন্তু আপনাদের মাঝে কোনো শৃঙ্খলা নেই। এখনই এমন করলে আগামীতে ফেডারেশনগুলোর দায়িত্ব পেলে আপনারা কিভাবে শৃঙ্খলা বজায় রাখবেন সেটা নিয়ে আমি চিন্তিত। ‘

দেড়ঘন্টা জুড়ে অনেকের কথা শুনেছেন তিনি। আবার অনেকে বক্তব্য দিতে না পেরে কষ্ট পেয়েছেন। তবে আসিফ মাহমুদ তাঁদরেকে ইমেইলে নিজেদের বক্তব্য প্রেরণের অনুরোধ জানিয়েছেন।

এসময় ক্রীড়াপরিষদ সচিব বলেন, আপনাদের লিখিত বক্তব্যগুলোকে গুরুত্বসহকারে দেখবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সার্চ কমিটিকে প্রেরণ করবো।’

এসময় জাতীয় ক্রীড়াপরিষদের সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমানও উপস্থিত ছিলেন এবং স্বাগত বক্তব্য রাখেন।

আজকের এই মিলনায়তনে বিগত ১৫ বছর ধরে বঞ্চিত অনেকে ক্রীড়া সংগঠক উপস্থিত ছিলেন। এখানে কিছুটা হট্টগোল হলে কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এমন অনুষ্ঠান আয়োজনে আরও দূরদর্শিতা দেখাতে হবে ক্রীড়া পরিষদকে।

আরো পড়ুন : দীর্ঘায়িত হচ্ছে না ২০২৫ আইপিএল

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য