বয়স সবেমাত্র ১৬’র গণ্ডি পেরিয়েছে ফারহান আহমেদের। কাউন্টি ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচেই করে ফেললেন বিরল রেকর্ড। ইংল্যান্ডের মাটিতে এমন রেকর্ড আর কারো নেই!
বৃহস্পতিবার কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন ওয়ান’ এর ম্যাচে সারের বিপক্ষে খেলতে নেমে প্রথম ইনিংসে ১৪০ রান দিয়ে ৭ উইকেট তুলে নিয়েছে এই অফ স্পিনার। আর এতেই সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে কীর্তি গড়লো নটিংহ্যামশায়ারের এই স্পিনার।
ম্যাচে প্রথম দিন ৪ উইকেট ও দ্বিতীয় দিন তুলে নেয় তিন উইকেট। সবমিলে প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছে ১৬ বছর ১৮৯ দিন বয়সের ফারহান। ইংলিশদের মাঠে প্রথম শ্রেণির ক্রিকেটে এতো কম বয়সে ইনিংসে পাঁচের বেশি উইকেট কেউই নিতে পারেনি।
আরও পড়ুন :
» পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ, একাদশে এসেছে পরিবর্তন
» ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি, মনে করেন তার সতীর্থ
এদিকে কাউন্টি ক্রিকেটে এটি তার অভিষেক ম্যাচ হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই প্রথম ম্যাচ নয় এই স্পিনারের। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে সুযোগ পায় এই বোলার। বল হাতে নেন ৩ উইকেট শিকার করেছিল এই ইংলিশ স্পিনার।
ক্রিফোস্পোর্টস/৩১আগস্ট২৪/এসএ