ভারতের উদীয়মান এক তারকা ক্রিকেটার যশ্বসি জয়সওয়াল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। বৃহস্পতিবার তরুণ এ ব্যাটারের বিধ্বংসী ব্যাটিংয়ের স্বাক্ষী হয়েছে কলকাতার ইডেন গার্ডেন।
কলকাতার বোলারদের পিটিয়ে, কচুকাটা করে যা করার তাই করলেন জয়সওয়াল। মাত্র ১৩ বলে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। সেখানেই থেমে থাকেননি মাত্র ৪৭ বলে খেলেছেন ৯৮ রানের দুর্দান্ত এক ইনিংস। নিজের সেঞ্চুরি থেকে মাত্র দুরান দূরে থেকে অপরাজিত হয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন উদীয়মান এই ক্রিকেটার। আর কিছু রান বাকি থাকলে হয়তো সেঞ্চুরিটাও ছাড়িয়ে যেতেন ২১ বছর বয়সী জয়সওয়াল। সেই সঙ্গে পেতেন নিজের ক্যারিয়ারের দ্বিতীয় শতকের দেখা।
এদিন জয়সওয়ালের বিধ্বংসী ইনিংসে ভর করে নাইটদের বিপক্ষে ৪১ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় পায় রাজস্থান রয়্যালস।
অপরদিকে আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডও গড়েন জয়সওয়াল। এর আগে এ রেকর্ডটি দখলে ছিল প্যাট কামিন্স ও লোকেশ রাহুলের। ১৪ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন রাহুল। আর ২০২২ সালে ১৪ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন প্যাট কামিন্সও।
এ ম্যাচে তিনি ইনিংসের গোড়াপত্তন করেন ছক্কা হাঁকিয়ে। এছাড়া ছয়-চারের নান্দনিক ব্যাটিংয়ে প্রথম ওভারেই রাজস্থান তুলে নেয় ২৬ রান। ম্যাচের মাত্র তৃতীয় ওভারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন জয়সওয়াল।
জয়সওয়ালের রেকর্ড গড়া ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে নির্ধারিত ২০ ওভারে ১৪৯ রান করে কলকাতা নাইট রাইডার্স। জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে ১৩ ওভার ১ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান।